দুর্গাপুজো মিটতেই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে সামিল হতে ইতিমধ্যে একাধিক সরকারি হাসপাতাল থেকে 'গণইস্তফা' দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে আংশিক কর্মবিরতির ঘোষণা করেছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও।
সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আজ রাজভবন অভিযান করবে জুনিয়র চিকিৎসকরা।
অন্যদিকে আজ সোমবার স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। যেখানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ সমস্ত চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়েছে।