Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ভারত-মার্কিন যৌথ উদ্যোগে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হবে

banner

journalist Name : Priyashree Khangar

#Pravati Sangbad Digital Desk:

আমেরিকা সফরে গিয়ে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে এই প্ল্যান্ট। এই প্রকল্পের কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে পোস্ট করে দুই রাষ্ট্রনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, কলকাতায় এই সেমিকন্ডাক্টর কারখানা তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার। আর সেই প্রেক্ষিতেই মুখ্যসচিব মনোজ পন্থ নবান্ন থেকে জানান, ”সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটা টিম বেঙ্গালুরুতে ওদের সঙ্গে কথা বলতে গিয়েছে। আমরা জমি প্রস্তুত রেখেছি।”

মুখ্যসচিব আরও বলেন, ”লুলু গ্রুপ আসছে। ওদের জন্য জমি রাখা আছে। বিশ্ব বাংলা সম্মেলন রয়েছে ৫-৬ ফেব্রুয়ারি। তার আগে জানুয়ারিতে একটা বৈঠক হবে এটা নিয়ে। প্রচুর কর্মসংস্থান হবে।”


মোদী-বাইডেনের সেই বৈঠকের পরে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, কলকাতায় নতুন একটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,

'আমেরিকায় দাঁড়িয়ে সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে মিলে প্রধানমন্ত্রী মোদী কলকাতায় ঐতিহাসিক আন্তর্জাতিক বিনিয়োগে ঘোষণা করেছেন। এই আন্তর্জাতিক বিনিয়োগের সিদ্ধান্তের আবহে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত অবদান আপনাদের সাথে ভাগ করতে পেরে আমি সৌভাগ্যবান। সেমিকন্ডাক্টর সেক্টরে আমাদের রাজ্যে একটি বড় আমেরিকান বিনিয়োগ আসতে চলেছে। এই দুর্দান্ত খবরের পিছনে আমাদের দীর্ঘ এবং কঠিন অনুশীলনের যে পটভূমি, তার গল্পটি সবার সাথে ভাগ করতে চাই।'  

মমতার দাবি বাংলার সরকারের প্রচেষ্টার কারণেই এই বিনিয়োগ আসছে কলকাতায়। তিনি এই নিয়ে লেখেন, 'পশ্চিমবঙ্গ সরকারের নিরলস প্রচারের ফলেই কলকাতায় সেমিকন্ডাক্টর সেক্টরের 'গ্লোবাল কেপিবিলিটি সেন্টার' খুলবে গ্লোবাল ফাউন্ড্রিজ। গতবছর থেকেই আমাদের আইটি দফতর এবং রাজ্য সরকারি সংস্থা বিভিন্ন সেমিকন্ডাক্টর সংস্থার কাছে গিয়েছে। কোভিডের পর থেকে বহু চিপ ডিজাইনিং এবং প্যাকেজিং সংস্থা বিভিন্ন ওয়েবেল আইটি পার্কে গিয়ে কাজ শুরু করেছে।'


'গ্লোবাল ফাউন্ড্রিজ, সিনপসিস, মাইক্রোন এবং আরও কয়েকটি শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর কোম্পানি পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি প্রযুক্তি-সিম্পোজিয়ামের আয়োজন করেছে। তারা উদীয়মান প্রযুক্তি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আমাদের ইউনিট এবং অফিস পরিদর্শন করেছে। এই বছর, কলকাতায় অনুষ্ঠিত রাজ্য সরকারের স্পন্সর করা গ্লোবাল ভিএলএসআই সম্মেলনে সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ স্থানীয় সংস্থাগুলি এসেছিল।' শেষে মমতা লেখেন, 'পশ্চিমবঙ্গ জ্ঞান-ভিত্তিক শিল্পের আসল গন্তব্য হয়ে উঠুক।'

সেমিকন্ডাক্টর কী এবং কেন গুরুত্বপূর্ণ?

এক কথায় বললে সেমিকন্ডাক্টর এমন একটি উপাদান যা বিদ্যুৎ পরিবহণে সহায়ক। এটি আধুনিক প্রযুক্তির মূল বলা যেতে পারে। স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট অফ থিংস (IoT) ডিভাইস, গাড়ি, এমনকি চিকিৎসা যন্ত্রপাতির মতো অসংখ্য প্রযুক্তিতে সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয়। সেমিকন্ডাক্টর ছাড়া এখনকার কোনও আধুনিক সরঞ্জামই অচল।  


Related News