বিচারের দাবিতে পথে নেমেছেন জুনিয়র ডাক্তারেরা। আরজি করের সামনে চলছে অবস্থানও। রাজ্য সরকারের তরফে বার বার তাঁদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেও জুনিয়র ডাক্তারেরা কাজে ফেরেননি। স্বাস্থ্য ভবনের ১০০মিটার দূরে অবস্থান বিক্ষোভ চলছে। পাঁচ দফা দাবিতে এখনও চিকিৎসকদের কর্মবিরতি বহাল রয়েছে।
পাঁচ দফা দাবিগুলি হলঃ
১) আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
২) তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার।
৩) সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘ব্যর্থ প্রমাণিত’ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা।
৪) রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা।
৫) রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা।
এর আগে পুলিশ কমিশনারের ইস্তফা-সহ বিভিন্ন দাবিতে লালবাজার অভিযান করেছেন জুনিয়র ডাক্তারেরা। এই সমস্ত দাবি না মানলে তাদের কর্মবিরতি প্রত্যাহার করবে না। সেই মতই এখনও চিকিৎসকদের কর্মবিরতি বহাল রয়েছে।
শনিবার কালীঘাটে নিজের বাড়িতে আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। এর আগে নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছিল লাইভ স্ট্রিমিং-এর কারণে। এবারও সেই লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা দেখা দেয়। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যায় আন্দোলনরত চিকিৎসকদের। তাই ডাক্তারদের কর্মবিরতি ওঠা নিয়ে রফাসূত্র অধরাই থেকে গিয়েছে।