প্রয়াত সেন গোরান এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন, অবশেষে সেই লড়াইয়ে হার মানলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল কোচ। না ফেরার দেশে চলে গেলেন সুইডেনের এই ফুটবল প্রশিক্ষক। গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ২৭ বছরেই ফুটবল কেরিয়ারে ইতি টানার পরে কোচ হিসেবেই কেরিয়ার এগিয়ে নিয়ে যান তিনি। ১৯৭৭ সালে সুইডেনের ক্লাব ডেগেরফোর্সে তাঁর কোচিং কেরিয়ার শুরু। তার পর চার দশক ধরে কোচিং করিয়েছেন।জিতেছেন মোট ১৮টি ট্রফি।২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের কোচ ছিলেন এরিকসন।তিনি ইংল্যান্ড ফুটবল দলের প্রথম বিদেশী ম্যানেজার হিসেবে যোগ দেন। এরপরে ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ড দলকে ডেভিড বেকহ্যাম উপহার দেন। তবে সেই বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াডে বেকহ্যাম ছাড়াও ছিলেন অ্যাসলে কোল, রিও ফার্দিনান্দ, সোল ক্যাম্পবেল, পল স্কোলস, মাইকেল আওয়েন, জো কোলের মত তারকা ফুটবলাররা।
ক্লাব ফুটবলে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি, লেস্টার সিটি, এএস রোমা এবং লাৎসিওর দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন এরিকসন। এর মধ্যে ১৯৯৯-২০০০ মরশুমে লাৎসিওর হয়ে সিরি 'আ'র শিরোপাও জেতেন তিনি। রোমা এবং সাম্পডোরিয়া উভয়ের দায়িত্বে থাকাকালীন কোপা ইতালিয়াও জিতেছিলেন।পর্তুগিজ ক্ল্যাব বেনফিকা এবং ইতালির ল্যাজিওর সাথে লিগ শিরোপা জেতার পর এরিকসন আন্তর্জাতিক কোচিংয়ে চলে আসেন।
প্রয়াত কোচের সন্তান জানিয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশ ক্লাব এবং সমর্থকরা বাবাকে প্রচুর সম্মান দিয়েছেন। তাঁর কাছে এবং আমাদের জন্যও সেই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।