Flash News
    No Flash News Today..!!
Wednesday, January 7, 2026

আজকাল বাংলা সারা দেশকে এভাবেও পথ দেখায় !

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital Desk:

আজকাল বাংলা সারা দেশকে এভাবেও পথ দেখায়! 

বাতিল ইউজিসি নেট পরীক্ষা। পরীক্ষা হওয়ার একদিনের মধ্যেই বাতিল হয়ে গেল নেট পরীক্ষা।

পরীক্ষার ‘স্বচ্ছতা’ নিয়ে গুরুতর প্রশ্নের মুখে সর্বভারতীয় স্তরের পরীক্ষা নেট। আর তারই জেরে UGC-NET বাতিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বুধবার এই নির্দেশ দেওয়ার পরে বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, “তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর কাছে বিষয়টি হস্তান্তর করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

১৮ জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত UGC-NET পরীক্ষায় ৯ লক্ষ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। কিন্তু ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া ইনপুটের ওপরে ভিত্তি করে শেষ মুহূর্তে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। শীঘ্রই পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।


রাজধানী দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে এদিন শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল বলেন, প্রাথমিকভাবে সরকার মনে করেছে পরীক্ষায় আপস করা হয়েছে। “কোনও অভিযোগ পাওয়া যায়নি কিন্তু এখনও পর্যন্ত এজেন্সিগুলি থেকে প্রাপ্ত তথ্যগুলি নির্দেশ করছে যে পরীক্ষার অখণ্ডতার বিষয়ে সমঝোতা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থরক্ষার জন্যই পরীক্ষা বাতিল করে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে”।

২০২৪ সালের নিট পরীক্ষায় অসঙ্গতি এবং ইউজিসি-নেট পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। দিল্লি-সহ দেশের একাধিক প্রান্তে বিক্ষোভ শুরু করেছেন পরীক্ষার্থীরা। তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এহেন বিতর্কের আবহে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান বাতিল করলেন তিনি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি চিকিৎসা দুর্নীতি দেশ শিক্ষা
Related News