Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

লোকসভা নির্বাচনের মধ্যেই আগামী মে মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মাধ্যমিকে ফল প্রকাশিত হবে ২ মে। আর ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। 

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, আগামী ২ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট৷ জানা গিয়েছে, ওইদিন সকাল ৯টায় প্রকাশিত হবে ফল৷ সকাল ৯.৪৫ থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে৷ জানিয়েছে বোর্ড৷ প্রতিবারের মতো এবারও প্রথম দশ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে পর্ষদের তরফেl


২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের সামান্য বেশি।

এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মূল বিষয়ের যাবতীয় পরীক্ষা ১০ ফেব্রুয়ারি মিটে গিয়েছিল। আর ঐচ্ছিক বিষয়ের (অপশনাল ইলেকটিভ সাবজেক্ট) পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ, পরীক্ষা শেষ হওয়ার ৮১ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। ২০২৩ সালে ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত চলেছিল। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ।

পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট। এছাড়া, রেজাল্ট প্রকাশের দিনই নিজের নিজের স্কুল থেকে রেজাল্ট পাবে ছাত্রছাত্রীরা৷


আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ওই মাসেরই ২৪ তারিখে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। ২২ এপ্রিল পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “ফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। মে মাসের প্রথম সপ্তাহেই আমরা রেজাল্ট প্রকাশ করব।” ১৯ এপ্রিল শুরু হয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচন হবে সাত দফায়। তাই মে মাসে ফল প্রকাশ হলে, তা হবে নির্বাচনের মধ্যেই। এ প্রসঙ্গে রামানুজ বলেছিলেন, “লোকসভা নির্বাচনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে কোনও আইনগত বাধা নেই। তাই আমরা নির্দিষ্ট দিনেই রেজাল্ট বের করতে পারব

পর্ষদ সূত্রে খবর, রেজাল্টের দিনই মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। মাধ্যমিকের ক্ষেত্রে ২ মে পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা হবে স্কুলগুলিকে। জানা গিয়েছে, এবার মানব শ্রম কমিয়ে যন্ত্রের ভূমিকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই ভুল হওয়ার সম্ভাবনা এবার আগের চেয়ে অনেক কম হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। যন্ত্রনির্ভর কাজ হওয়ায় বজায় থাকবে স্বচ্ছতাও l

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নির্বাচন রাজ্য শিক্ষা
Related News