Flash News
Monday, September 22, 2025

CAA নিয়ে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

আপাতত CAA-তে স্থগিতাদেশ নয়, সরকারের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের

সিএএ নিয়ে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের। কয়েকদিন আগেই দেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি। সেই বিধি কার্যকর হওয়ার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আবার বহু জায়গায় শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। এই সবের মাঝেই শীর্ষ আদালতে এই নিয়ে একাধিক মামলা দায়ের করা হয়। সেই সব মামলাকে সম্মিলিত ভাবে গ্রহণ করে আজ শুনানি হয় শীর্ষ আদালতে। সেই শুনানিতেই কেন্দ্রের জবাব তলব করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আগামী ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তবে আপাতত সিএএ বিধির ওপর কোনও স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট।


যদিও এখনও পর্যন্ত সিএএ-এর উপর কোনও স্থগিতাদেশের আবেদন গ্রাহ্য় হয়নি। নাগরিকত্ব সংশোধনী আইনের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে এক গুচ্ছ মামলা করা হয়। সরকারের পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের কাছে উত্তর প্রদানের জন্য সময় চেয়েছেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে নেতৃত্বাধীন বেঞ্চের কাছে সরকারের পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদন, ২০টি আবেদনের উত্তর দিতে তাঁকে কিছুটা সময় দিক শীর্ষ আদালত। আবেদগুলির উত্তর না পাওয়া পর্যন্ত এখনই কোনও স্থগিতাদেশ নয় নাগরিকত্ব সংশোধনী আইনে।

শুনানির সময় মুসলিম পক্ষের আইনজীবী নিজাম পাশা বলেন, 'সিএএ-র কারণে মুসলমানদের নাগরিকত্ব হুমকির মুখে পড়েছে।' পাল্টা সলিসিটর জেনারেলর উত্তর, 'সিএএ-এর সঙ্গে এনআরসি-র সম্পর্ক নেই। এর আগেও মানুষকে বিভ্রান্ত করে উস্কানি দেওয়া হয়েছিল। সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেবে না।' এনিয়ে প্রধান বিচারপিত বলেন 'উভয় পক্ষকে ৫ পৃষ্ঠার লিখিত সংক্ষিপ্ত নোট জমা দিতে হবে। ৮ এপ্রিলের মধ্যে সরকারকে জবাব দিতে হবে।


প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন যে সিএএ-র বিরুদ্ধে দায়ের করা আবেদনের জবাব দিতে তিন সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। আগামী ৯ এপ্রিল এ বিষয়ে শুনানি হবে। এদিকে, সিনিয়র আইনজীবী কপিল সিব্বল বলেছেন, 'এই সময়ের মধ্যে কেউ নাগরিকত্ব পেলে আমরা আবার আদালতে যাব।'

সিএএ বিরোধিতা ইস্যুতে মঙ্গলবার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ । নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ (CAA) এবংনাগরিকত্ব (সংশোধন) বিধিমালা, ২০২৪-এর বিরোধিতায় শীর্ষ আদালতে ২৩৭টি পিটিশন দাখিল করা হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ দেশ আইন
Related News