Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ঈদ এ ১০০ কোটির ব্যবসা করলো ' কিসি কা ভাই কিসী কী জান '

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

গত ২১ এ এপ্রিল ,শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড এর ভাইজান সালমান খান অভিনীত নতুন ছবি ' কিসি কা ভাই কিসি কা জান ' সিনেমা টি ।ছবি তে মূল চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ।ছবির পরিচালনা র ভার সামলেছেন পরিচালক ফারহাদ শামজি।আর ছবি মুক্তি র প্রথম তিন দিনেই বিশ্ব বাজারে ১০০ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমা টি ।

বলিউড এর ভাইজান সালমান খান সিনেমা প্রেমী দের অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছে ।তার ' বজরঙ্গী ভাইজান ', ' হাম দিল দে চুকে সনম ' ,' সুলতান ', ' দাবাং ' ,' এক থা টাইগার ' এর মত ছবি গুলি সিনেমা জগতে আলাদা মাত্রা এনে দিয়েছে ।তবে তার সম্প্রতি কালে মুক্তি প্রাপ্ত সিনেমা গুলি সেইভাবে জনপ্রিয়তা লাভ করেনি ।২০২১ সালে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ' রাধে ' ও ' অন্তিম : দ্যা ফাইনাল ট্রুথ ' সিনেমা গুলি ।তবে এগুলি কোনোটিই সেইভাবে দর্শক দের মন আকর্ষণ করতে পারেনি ।সালমান খান অভিনীত সম্প্রতি হিট সিনেমার তালিকায় রয়েছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ' সুলতান ' ।                         

দীর্ঘদিন ধরে তেমন কোনো হিট সিনেমা দর্শক দের উপহার দিতে না পারায় " সালমান খানের সিনেমা আর চলবে না " বলে ও মন্তব্য করেছিলেন অনেকেই ।তবে সেইসব কথা কে ভুল প্রমাণ করে দিলো ২০২৩ এ তার মুক্তি পাওয়া ছবি ' কিসি কা ভাই কিসি কা জান ' ।ছবি মুক্তির প্রথম দিন তেমন ভাবে আয় হয়নি ।প্রথম দিন বক্স অফিসে কালেকশন ছিল ১৫ .৮ কোটি ,যা সালমান খানের অন্যান্য ছবির কালেকশন এর তুলনায় অনেক টাই কম ।তাই চিন্তায় পরে গিয়েছিলেন ছবির নির্মাতা রা ।তবে সব আশঙ্কা কে মিথ্যে প্রমাণ করে ঈদ এ ভালো ব্যাবসা করেছে সিনেমা টি । শনি ও রবিবার ঈদ এর বাজারে এই সিনেমার প্রায় সব শো গুলি ই হাউসফুল ছিল ।দ্বিতীয় দিনে ছবি টি ২৫.৭৫ কোটি টাকার ব্যবসা করে ।রবিবারে ছবি টি ২৬.৬১ কোটি টাকার ব্যবসা করেছে ভারত এ।তিন দিনে সিনেমা টি ভারতে ৬৮.১৭ কোটি টাকার ব্যবসা করেছে ।তবে সমগ্র বিশ্বে আয় গিয়ে দাঁড়িয়েছে ১০০ কোটি তে ।

এই ছবি তে সালমান খান এর সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগরে।এছাড়াও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ভূমিকা চাওলা , জগপতি বাবু ,সঞ্চালক রাঘব জুয়েল ও বিগ বস খ্যাত শেহনাজ গিল।সব মিলিয়ে অনুরাগী দের উত্তেজনা তুঙ্গে ।ছবি টি একটি রোমান্টিক ফ্যামিলি ড্রামা ।তবে যথেষ্ট অ্যাকশন এ ভরপুর সিনেমা টি ।ফের পুরনো সালমান খান কে দেখা যাচ্ছে বলে মত দর্শক দের ।

চলতি বছরেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের ' পাঠান ' ছবি টি।এই ছবি তে শাহরুখ খান এর সাথে অভিনয় করেছেন সালমান খান ও।এই সিনেমা টি ও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে ।তবে কি ফের বলিউড এর সৌভাগ্য ফিরছে ?চলতি বছরেই অক্টোবর মাসে মুক্তি পাবে অভিনেতার ' টাইগার ৩ ' সিনেমা টি ।দর্শক দের মনে সালমান এর এই ছবি কতটা জায়গা করে নেয় এবার সেটাই দেখার অপেক্ষা ।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News