Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

আগামী কয়েকদিন দেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

প্রায় সপ্তাহব্যাপী তাপপ্রবাহের শেষে সপ্তাহান্তে স্বস্তি হয়ে নেমেছে বৃষ্টি। উত্তরবঙ্গ বৃষ্টির স্বাদ পেয়েছে আগেই। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। এক ধাক্কায় বেশ খানিকটা নেমেছে পারদ, নেই তাপপ্রবাহও।

    সব মিলিয়ে, অনেকদিন পর খানিক আরামে রয়েছে বঙ্গবাসী।তবে এই স্বস্তি শুধু বাংলার মানুষের জন্যই প্রযোজ্য, তেমনটা নয়। আগামী কয়েকদিন দেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। উত্তর, দক্ষিণ, পূর্ব ও মধ্য ভারতের বেশ কিছু জায়গায় আগামী ৪-৫ দিনে এক ধাক্কায় অনেকটা নামবে পারদ, এমনটাই সূত্রের খবর।আইএমডি জানিয়েছে, আগামী তিন দিনে পশ্চিম এবং পূর্ব ভারতে সর্বোচ্চ তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, তবে পরবর্তী দুই দিনের মধ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। উত্তর-পশ্চিম ভারতে আগামী দুই দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও পরবর্তী তিন দিনের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। ভারতের বাকি অংশে আগামী ২-৩ দিনে মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।আইএমডির পূর্বাভাস, আগামী ৪-৫ দিন পূর্ব ভারতে বজ্রবিদ্যুত সহ ঝড়, দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।

   ২৩ এপ্রিল অর্থাত্‍ রবিবার পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু জায়গায়, ২৩-২৪ এপ্রিল ওড়িশায় এবং ২৪ এপ্রিল বিহারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশার কিছু জায়গায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।উত্তর-পূর্ব ভারতের প্রায় সমস্ত জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ২৩এপ্রিল অসম এবং মেঘালয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুত্‍ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তীসগড়ে। আগামী ৪ দিনে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরলে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুত্‍ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্র এবং গুজরাতেও।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া
Related News