Flash News
Friday, September 26, 2025

মা হতে চলেছেন ইলিয়ানা

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

রুপোলি পর্দার অতি পরিচিত জনপ্রিয় মুখ হলেন ইলিয়ানা দিক্রুজ। তার অনবদ্য অভিনয় দিয়ে মন কেড়েছেন সবার। বলিউড কিংবা দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে অভিনয় করেছেন তিনি। আর তার অভিনয় প্রশংসিতও হয়েছে। বলিউড এ অক্ষয় কুমার, রণবীর কাপুর, শাহিদ কাপুর ও অজয় দেবগন এর মত তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত অন্যতম জনপ্রিয় ছবিগুলি হলো 'বরফি','রুস্তম' প্রভৃতি। তবে বেশ কিছুদিন ধরেই তিনি চর্চায় নেই। তাকে শেষবারের মত রুপোলি পর্দায় দেখা গিয়েছিল অভিষেক বচ্চন এর ও টি টি ফিল্ম 'বিগ বুল' এ। তবে সম্প্রতি আবার তিনি লাইম লাইটে এসেছেন। আবার হয়েছেন চর্চিত মুখ। তবে এবার কোনো সিনেমার জন্য নয়,বরং সমাজ মাধ্যমে তার একটি পোস্ট নিয়ে তুমুল সমালোচনা হয়। অনেক ট্রোল এর শিকারও হতে হয়েছে তাকে। ইলিয়ানার কোন পোস্ট নিয়ে চলছে এত তুমুল সমালোচনা? গতকাল, মঙ্গলবার সকাল সকালই ইলিয়ানা তার জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা সমাজমাধ্যমে তার অনুরাগীদের সাথে শেয়ার করেছেন। মা হতে চলেছেন তিনি। এই সুখবরই সবার সাথে ভাগ করে নিয়েছেন। তিনি দুটি ছবি পোস্ট করেন সমাজমাধ্যমে। যার প্রথমটিতে দেখা যাচ্ছে একটি সদ্যজাত শিশুর জামার সাদাকালো ছবি যার ওপরে লেখা ইংরেজি কথার বাংলা অনুবাদ "রোমাঞ্চকর যাত্রা শুরু"। আর দ্বিতীয় ছবিতে একটি নেকলেস এর ছবি দেখা যাচ্ছে যার পদক এ লেখা 'মা মা'। ইলিয়ানা দুটি ছবি পোস্ট করেন ও তার ক্যাপশন এ লেখেন," খুব শীঘ্রই আসছে। আমার ছোট্ট বেবির সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।"  এই পোস্ট এ অভিনেত্রীর মা সামিরা ডিক্রুজ মন্তব্য করেন,"তাড়াতাড়ি চলে এসো। আমার গ্র্যান্ড বেবিদের দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।" তার পোস্ট এ অনেক তারকারাই তাকে শুভেচ্ছা বার্তা জানান। বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনেকেই তাকে অভিবাদন জানান। সেই তালিকায় রয়েছেন মালাইকা আরোরা, সোফি চৌধুরী, অ্যাথিয়া শেট্টি, শিবানী আখতার, রোহান শ্রেষ্ঠা প্রমুখ তারকারা।

তবে ছবি পোস্ট এর পর অনেকেই ইলিয়ানা কংগ্রচুলেট করলে ও অনেকের কটু মন্তব্যের শিকার হতে হয়েছে তাকে। কারণ অভিনেত্রী ইলিয়ানা অবিবাহিত। তাই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে নেটিজেন পাড়ায় অনেকেই কটু মন্তব্য করেছেন। এমন কি অনেকেই সন্তানের বাবার পরিচয় জানতে চেয়ে ও মন্তব্য করেছেন। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবন এর সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। জানা যায়, গোপনে বিয়ে ও সেরেছেন তারা। তবে ২০১৯ সালেই সেই সম্পর্কে ছেদ টানেন অভিনেত্রী। সম্প্রতি বলিউড ডিভা কাটরিনা কাইফ এর ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেল এর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে বলি পাড়ায়। কফি উইথ করন শো তে ও তাদের দুজনের সম্পর্কের কথা বলেছিলেন সঞ্চালক করন জোহর। এমনকি গত বছর কাটরিনা কাইফ এর জন্মদিন পালন করতে কাটরিনার পরিবার পরিজনদের সাথে মালদ্বীপ এ উপস্থিত ছিলেন ইলিয়ানা ও। অন্তঃসত্বা হওয়ার খবর সবার সাথে ভাগ করে নিলেও নিজের প্রেম জীবন কখনোই লোকচক্ষুর সামনে আনেননি অভিনেত্রী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News