Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ভারতে প্রথম অ্যাপল স্টোর উদ্বোধন, চরম উন্মাদনা

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

আর অনলাইনে নয়। এবার স্টোরে গিয়ে পছন্দমতো আইফোন, কম্পিউটার দেখে বেছে কিনতে পারবেন গ্রাহকরা। ভারতে প্রথম মুম্বইয়ে অ্যাপল তার নিজস্ব স্টোর খুলতে চলেছে। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ২৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে অ্যাপলের ঝাঁ চকচকে স্টোর। অ্যাপল ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতে অ্যাপল ব্র্যান্ডের প্রথম স্টোর উদ্বোধন করেছেন। মঙ্গলবার মুম্বাই শহরে অ্যাপল তাদের প্রথম স্টোর উন্মোচন করেছে। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে এক্সক্লুসিভ স্টোরের উদ্বোধন করতে আইফোন নির্মাতা অ্যাপল সিইও টিম কুক ভারত সফর করছেন। অ্যাপল স্টোরটি এমন সময়ে খুললো, যখন অ্যাপল ভারতে ২৫ বছর উদযাপন করছে। আগামী বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় অ্যাপল স্টোর খোলা হবে। শক্তিশালী অ্যাপ ডেভেলপার ইকোসিস্টেম, টেকসই, ভারতজুড়ে কমিউনিটি প্রোগ্রাম এবং স্থানীয় উৎপাদন ছাড়াও ভারতে অ্যাপল বিশেষ পরিকল্পনা মাঠে নামছে।

অ্যাপলের দুটি রিটেল স্টোর খুলছে ভারতে। একটি আজ মুম্বইয়ে ওপেন হবে, অন্যটি বৃহস্পতিবার ওপেন হবে দিল্লিতে। ভারতে এই প্রথম অ্যাপলের স্টোর খুলছে সে নিয়ে উন্মাদনা একেবারে চরমে। জানা যাচ্ছে, সুদূর গুজরাত, দিল্লি ও অন্যান্য রাজ্য থেকে অ্যাপল-ভক্তরা আজ এসেছেন মুম্বইয়ে। বেলায় স্টোরের উদ্বোধন হবে। তবে ভোর থেকেই গ্রাহকদের লাইন পড়ে গেছে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ, নিরাপত্তাবাহিনীদের।অ্যাপলের পুরনো আমলের ঢাউস কম্পিউটার নিয়ে স্টোরের সামনে লাইন দিয়েছেন একজন। ১৯৮৪ সালে অ্যাপলের প্রথম দিককার কম্পিউটারের যে মডেল তৈরি হত তা এখনও যত্ন সহকারে নিজের কাছে রেখেছেন সেই অ্যাপল-ভক্ত। তিনি জানান, অ্যাপলের জার্নি কেমন ছিল, কীভাবে নিজেকে আপডেট করতে করতে সেরার সেরা হয়েছে অ্যাপল তা তুলে ধরতেই তাঁর এখানে আসা। সেই সকাল থেকে অপেক্ষা করছেন তিনি। বাজার গবেষকেরা বলছেন, ভারতে অ্যাপল ব্র্যান্ডের পর পর দুটি রিটেইল স্টোর উদ্বোধন বলে দিচ্ছে ভারতে অ্যাপল বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করবে। ফলে আইফোন ভারতের স্মার্টফোন বাজারে বড় ধরনের ধাক্কা দেওয়ার বার্তাই জানান দিচ্ছে। ভারতে বিদেশি পণ্যের বেচাকেনা করতে কঠোর নিয়মনীতি ও সরকারি অনুমতি নিতে হয়। ফলে সুদীর্ঘ সময়ের প্রচেষ্টা শেষে অ্যাপল ভারতে তাদের ব্র্যান্ড খুলতে সামরর্থ্য হচ্ছে। কারণ ভারত বিদেশি পণ্যের ক্ষেত্রে উৎস করে ছাড় দেয় না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News