Flash News
    No Flash News Today..!!
Wednesday, November 12, 2025

নেট-দুনিয়ায় ফাঁস জওয়ানের দৃশ্য

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

পাঠানের পর দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে ‘জওয়ান’ হয়ে ফের একবার সিনেমা হল কাঁপতে আসছেন বলিউড বাদশা শাহরুখ খান। পাশাপাশি এই ছবি দিয়ে যাত্রা শুরু করছে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। এখানেই শেষ নয়, রেড চিলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই অ্যাকশন এন্টারটেইনার প্যান ইন্ডিয়া ফিল্মে একদিকে যেমন দেখা যাবে, সানায়া মালহোত্রা,প্রিয়মণি,সুনীল গ্রোভর,বিজয় সেতুপতি সহ বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকাকে, অন্যদিকে ক্যামিও রোলে থাকছেন সঞ্জয় দত্ত,বিজয় তলপতি এবং দীপিকা পাডুকোনও। সব মিলিয়ে ‘জওয়ান’ ছবি নিয়ে দর্শকের প্রত্যাশার পারদ তুঙ্গে। বিগিলি’, ‘মেরশাল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমা পরিচালক অ্যাটলির ইতিমধ্যে জওয়ান সিনেমার দৃশ্যধারন হয়ে গিয়েছে, তবে বাকি রয়েছে গানের দৃশ্য। যেই গানের মধ্যে একটি গানে চুটিয়ে রোমান্স করবে শাহারুখ- নয়নতারা জুটি। সেই গানের দৃশ্য ধারনের উদ্দেশেই টিম জওয়ান জেটিতে করে করে মুম্বাই উপকুল থেকে পাড়ি দেন, সেই দৃশ্য একজন দর্শক ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন। অপরদিকে, নেতদুনিয়াতে একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায়, শাহরুখের মুখে জ্বলন্ত সিগারেট। পরনের বেল্ট খুলে কাউকে বেধড়ক মারধর করছেন। তবে বলিউড বাদশার ফ্যানেরা এটিকে ভালোভাবে নেয়নি। তাই একটি ফ্যান পেজ থেকে তারা লেখেন,  সকল ভক্তদের অনুরোধ করছি, দয়া করে কেউ জওয়ান সিনেমার স্থিরচিত্র বা ভিডিও ফাঁস করবেন না।  প্রসঙ্গত, শাহারুখ খান অভিনীত শেষ ছবি ‘পাঠান’ সব রেকর্ড ভেঙ্গে বীরবিক্রমে এখনো সিনেমা হলে চলছে। যশ-রাজের ব্যানারে তৈরি এই অ্যাকশানধর্মী ছবি স্পাই ইউনিভার্সের অংশ যেখানে আগে টাইগার হিসেবে সালমান খান কে এবং কবির হিসেবে হ্রিতিক রোশন কে দেখা গেছে, এবং এই ইউনিভের্সের আগামী ছবি টাইগার ৩ যা চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News