বিপত্তি সরিয়ে গঙ্গার নিচে ছুটল মেট্রো

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

গঙ্গার তলা দিয়ে যে সুড়ঙ্গ তৈরি হয়েছে সেই লাইন দিয়েই প্রথম ট্রেনের চাকা গড়াল। গঙ্গা পেরিয়ে মেট্রো পৌঁছে গেল বাংলার দ্বিতীয় শহর হাওড়াতেও। বুধবার বেলা ১২টা নাগাদ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে প্রথম মেট্রো রেক পৌঁছল হাওড়া ময়দানে, দ্বিতীয় মেট্রোরেলের রেকটিও নিয়ে যাওয়া হবে এদিনই।   এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রোর ট্রায়াল রানের জন্য হাওড়া ময়দানেই রাখা থাকবে দুটি ট্রেন। বউবাজার বিপর্যয়ের পর এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশে রওনা দেয় মেট্রোর একটি রেক। মেট্রো রেল সূত্রে খবর, অত্যন্ত সাবধানে নিয়ে যাওয়া হয় এই রেক। রেকের গতি অত্যন্ত কম ছিল।  মেট্রো কর্তৃপক্ষ এই প্রসঙ্গে বলেছেন, “এটা কলকাতা শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী সাত মাস এই ট্রায়াল চলবে। এটা ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব। ট্রায়াল রান নয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News