Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

বুটিকের বিজ্ঞাপনে বাঙালি সাজে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital Desk:

 অন্য রূপে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধুতি পঞ্জাবিতে সজ্জিত কলকাতা হাইকোর্টের বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার এক বুটিকের পোস্টারে। জনপ্রিয় বুটিক 'শূন্য'-এর 'বিজ্ঞাপন'-এ এবার দেখা মিলল হাজার হাজার চাকরিপ্রার্থীদের 'মসিহা'র। শূন্য বুটিকের এই পোস্ট ঘিরে সোশাল মিডিয়ায় ব্যাপক শোরগোল।

আদালতে বিচারপতি ভূমিকা ব্যাতীত এক বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছিল। যে সাক্ষাৎকারের জল গড়িয়েছিল বহু দূর। সেই সাক্ষাৎকার কাণ্ডের পর আবারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে। এবার শর্বরী দত্তের 'শূন্য' বুটিকের এক্সক্লুসিভ কালেকশনে দেখা গেল বিচারপতিকে।


আদালতে বিচারপতি আসনে বসে তাঁর দেওয়া নির্দেশেই সামনে আসে নিয়োগ দুর্নীতির হিমশৈল। হাজার হাজার বঞ্চিত চাকরিপ্রার্থীর সামনে খুলে যায় ন্যায়ের দরজা। বাংলার লাখ লাখ বেকার চাকরিপ্রার্থীর কাছে ভগবান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

অফহোয়াট ডিজাইনার পঞ্জাবির সঙ্গে সিঁদুরে লাল পাড়ের অফ হোয়াইট ধুতি। কাঁধের চাদর উত্তরীয়তেও হাতের কাজ। সোনালি ফ্রেমের চশমা চোখে, কোঁচা হাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পোজ। শূন্য বুটিকের পেজে এই ছবি পোস্ট হতেই সোশাল মিডিয়ায় তরজা তুঙ্গে। কেউ বিচারপতির বাঙালি সাজে মুগ্ধ তো কেউ আবারও প্রশ্ন তুলেছেন একজন বিচারপতির কাজের গন্ডী নিয়ে। তবে পোস্টের নীচে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গুণমুগ্ধ নেটিজেনরা ভরিয়ে দিয়েছে প্রশংসায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব লাইফস্টাইল
Related News