Flash News
    No Flash News Today..!!
Saturday, January 10, 2026

আগামী বুধবার ২৪ মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট

banner

journalist Name : Priyashree

#Pravati Sangbad Digital Desk:

আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা সরাসরি  ফলাফল দেখতে পাবেন এইসব ওয়েবসাইটে

www.wbchse.nic.in , www.wbresults.nic.in , www.exametc.com ও www.indiaresults.com

এবছর পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।   

 ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। 

চলতি বছর ১৩ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। চলে ২৭ মার্চ পর্যন্ত। 

২৪ মে হাতে পাবেন না রেজাল্ট। জানা গেলো সংসদের তরফে কবে প্রকাশ পাবে রেজাল্ট।

প্রথমে সংবাদ মাধ্যম সূত্রে খবর ছিল, মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে রেজাল্ট।

যদিও অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি। তবে গত সোমবার (১৪ মে, ২০২৩) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানান উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনক্ষণ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য শিক্ষা
Related News