সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৫০০ মধ্যে ৪৯১ নম্বর পেয়েছে হাওড়ার সৌমাদিত্য চন্দ্র

banner

journalist Name : Priyashree

#Pravati Sangbad Digital Desk:

সিবিএসসির বোর্ডের তরফে চূড়ান্ত কোনও মেধাতালিকা এবার প্রকাশ করা হয়নি। তবে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সম্ভাব্য টপার সৌমাদিত্য চন্দ্র। তাঁর বাড়ি হাওড়া আন্দুলের দুইল্যা এলাকাতে।

৫০০ মধ্যে ৪৯১ নম্বর পেয়েছে সৌমাদিত্য। এর মধ্যে ইংরেজিতে ৯৯, অংকে ১০০, পদার্থবিদ্যায় ৯৭, রসায়নে ৯৮ এবং কম্পিউটারে ৯৭ পেয়েছে সে। বরাবরই মেধাবী সৌমাদিত্য কোভিডের কারণে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে পারেনি। সেজন্য তার মনে দুঃখ ছিল। তবে এবারে সিবিএসই বোর্ডের পরীক্ষায় ব্যাপক সাফল্য তাঁর। আর ফলাফল সামনে আসার পর থেকে শুভেচ্ছাউ ভরে যাচ্ছেন সৌমাদিত্য।

ভবিষ্যতে আইআইটি'তে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে সৌমাদিত্যের। পড়াশোনার বাইরে সে ইংরাজি এবং বাংলা গল্পের বই পড়তে ভালোবাসে। তার মা শর্মিষ্ঠা চন্দ্র জানিয়েছেন, ছেলের সাফল্য তিনি খুব খুশি। ছেলে যা ভালবাসে সেই নিয়েই পড়াশোনা করুক তিনি মনে প্রাণে চান।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ শিক্ষা
Related News