Flash News
Monday, September 22, 2025

SAFF খেলছে না মালেশিয়া এবং সৌদি আরব!

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

আগামী জুনে বেঙ্গালুরুতে আয়োজিত হতে চলেছে পুরুষদের সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন-সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো এই আসরে দেশের বাইরের দেশকে আমন্ত্রণ জানিয়েছিল সাফ। কিন্তু সাফের সে প্রস্তাবে রাজি হয়নি সৌদি আরব এবং মালয়েশিয়া।

     তবে আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে জর্ডান, সিঙ্গাপুর, বাহরাইন, ইন্দোনেশিয়া ও কুয়েত রয়েছে। আগামী ৬ মে ঢাকায় সাফের কংগ্রেস রয়েছে। সেখানেই দল চূড়ান্ত করে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, 'ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় সৌদি আরব কিংবা মালয়েশিয়ার মতো দলকে পাওয়া যাচ্ছে না। সবারই ঘরোয়া লিগ রয়েছে। আমরা অন্যদেরও চেষ্টা করছি। এখন দেখা যাক কী হয়। কংগ্রেসের দিন ঠিক করবো কয়টি দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ হবে। '

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News