Flash News
Monday, September 22, 2025

অভিধানের পাতায় ঠাঁই ফুটবল সম্রাট পেলের ! ফুটবল সম্রাটকে বিশেষ সম্মান

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

ডিয়েগো ম্যারাডোনার পর ফুটবলের পৃথিবী ছেড়ে গিয়েছেন কিংবদন্তি পেলে। গত বছরের ডিসেম্বরে ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন লড়াই করে না ফেরার দেশে চলে যান ফুটবল সম্রাট। কার্যত এই মহানায়ককে হারিয়ে ফুটবল যেন অভিভাবকহীন হয়ে গেলো। তার মৃত্যু পর বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাকে সম্মাননা দেওয়া হয়। এবার নতুন আরেকটি বিশেষ সম্মাননা পেয়েছেন ব্রাজিলের এই কিংবদন্তি।   

ব্রাজিলের একটি অভিধানে 'পেলে'কে বিশেষণ হিসেবে যুক্ত করা হয়েছে, যা ব্যবহার করা হয় এমন কাউকে বর্ণনা করার সময়, যিনি 'ব্যতিক্রমী, অতুলনীয়, অনন্য'। বুধবার মাইকেলিস অভিধানের ঘোষণাটি একটি প্রচারণার অংশ, যা প্রয়াত ফুটবল গ্রেটের ক্রীড়ার বাইরে তার প্রভাবকে সম্মান জানাতে ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে। কোলন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের পর ৮২ বছর বয়সে ডিসেম্বরে মারা যান তিন বারের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। অভিধানে লেখা আছে: "যেটা অসাধারণ, অথবা তার গুণের কারণে, মূল্য বা শ্রেষ্ঠত্বকে কোনও কিছু বা কারও সঙ্গে মেলে ধরা যায় না, ঠিক পেলের মতো; এডসন অ্যারান্তেস দো নাসিমেন্টো (১৯৪০-২০২২) এর ডাকনাম, সর্বকালের সেরা অ্যাথলিট হিসেবে বিবেচিত; ব্যতিক্রমী, অতুলনীয়, অনন্য। উদাহরণ: তিনি পেলে অফ বাস্কেটবল, তিনি পেলে অফ টেনিস, তিনি পেলে অফ ব্রাজিলিয়ান থিয়েটার, তিনি পেলে অফ মেডিসিন।


ব্রাজিলের সবথেকে জনপ্রিয় অভিধানের প্রকাশকদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে পেলের ফাউন্ডেশন স্যান্টোস এফসি, যেখানে অধিকাংশ সময়ই কাটিয়েছিলেন ফুটবলের কিংবদন্তি। অভিধানের প্রকাশকদের ঘোষণার পর পেলের সোশ্যাল মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে যে, ‘‌অভিব্যক্তিটি আগে থেকেই কোনও কিছুকে সেরা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছিল, তা অভিধানের পাতায় জায়গা পেয়েছে। আমরা একসাথে ইতিহাস তৈরি করেছি এবং পর্তুগিজ ভাষায় ফুটবলের রাজার নাম রেখেছি। পেলে মানে সেরা।’‌

পেলে প্রায় দুই দশক ধরে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোস এবং ব্রাজিল জাতীয় দলের সদস্য ছিলেন। পেলের পাশাপাশি দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথাও তুলে ধরা হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল বিশ্ব খেলা আন্তর্জাতিক
Related News