Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

চুলকে আরও শাইনি করতে ঘরেই বানিয়ে ফেলুন হেয়ার সিরাম, চুলে থাকবে না কোনও তেলতেলে ভাব

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

চুলের যত্ন নিতে নানা ধরনের হেয়ার প্রোডাক্ট নিশ্চয়ই আপনি ইতিমধ্য়েই ব্যবহার করে ফেলেছেন! কখনও দামি দামি শ্যাম্পু লাগিয়েছেন আবার কখনও দামি দামি হেয়ার ক্রিম বা প্যাকও চুলে লাগিয়েছেন। কিন্তু সত্যি বলতে কী জানেন, চুল ভালো রাখার জন্য প্রচুর টাকা খরচ করার কোনও প্রয়োজন হয় না। বরং সামান্য কিছু উপায়ে যত্ন নিলেই আপনার চুল ভালো রাখা যেতে পারে। তার জন্য খুব সাধারণ কয়েকটি বিষয় মাথায় রাখুন। যেমন, আপনাকে স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে।

স্ক্যাল্প পরিষ্কার রাখলেই চুল ভালো থাকে। এই জন্য শ্যাম্পু করতে হবে। এবার চুলের প্রয়োজন সুরক্ষা স্তর, সে জন্য আপনাকে কন্ডিশনার ব্যবহার করতে হবে। শেষে চুল সামান্য শুকিয়ে নেওয়ার পর লাগাতে হবে হেয়ার সিরাম। এতে আপনার চুলের জেল্লা থাকবে একইরকম। 

বাজারে যে হেয়ার সিরাম মেলে, সেগুলোর দাম অনেক। আপনি চাইলে সহজ উপায়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন হেয়ার সিরাম।


 যা যা লাগবে

১ . ক্যাস্টর অয়েল

২. কোকোনাট ওয়েল

৩. অ্যালোভেরা জেল

৪. গোলাপ জল

৫. ছোটো পাম্প বোতল

যেভাবে তৈরী করবেন:

প্রথমে, একটি বাটিতে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, হাফ টেবিল চামচ কোকোনাট অয়েল, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ গোলাপ জল নিন। ৪ টি উপকরণই ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

এরপর ওই মিশ্রণে আরও ১ টেবিল চামচ গোলাপ জল দিন। মিশ্রণটিকে খুব ভালোভাবে মেশাতে হবে। যখন মিশ্রণটি ঘন পেস্টের মতো হয়ে যাবে, তখন তা একটি ছোট পাম্প বোতলে ভরে নিন।

শ্যাম্পু-কন্ডিশনার লাগানো হয়ে গেলে ভিজে চুল নরম তোয়ালে দিয়ে মুছে, সেই চুলে সিরাম লাগানো উচিত। সিরাম চুলের উপর একটি স্তর তৈরি করে। যাতে চার পাশের ধুলো-বালি, ক্ষতিকর সূর্যের রশ্মি, দূষণের হাত থেকে বাঁচতে পারে চুল এবং সুস্বাস্থ্য বজায় থাকে। সামান্য ভিজে চুলে লাগালে সবচেয়ে ভাল কাজ করবে সিরাম।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল স্বাস্থ্য
Related News