Flash News
Monday, September 22, 2025

উত্তরাখণ্ডের রামগড়ে এবার কবিগুরুর ছোঁয়া, বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস

banner

journalist Name : Sagarika Chakraborty

#উত্তরাখণ্ড:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সুত্রে শুক্রবার জানানো হয়েছে উত্তরাখণ্ডের রামগড়ে বিশ্বভারতী তার দ্বিতীয় ক্যাম্পাস চালু করতে চলেছে, এই বছরের জুলাই থেকে শুরু হবে পঠন-পাঠন। দেখতে আর পাঁচটা সাধারণ গ্রামের মতোই ছিমছাম, স্নিগ্ধ পরিবেশ, সবুজে ভরা দেখলেই যেন মন জুড়িয়ে যায়। আর এই খানেই মজে ছিল স্বয়ং রবি পুত্র রথিন্দ্রনাথ ঠাকুরের মন। তার ইচ্ছে তেই ইংরেজি ১৯১০ সাল নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুর তার পুত্র রথিন্দ্রনাথ ঠাকুরের জন্য রামগড়ে একটি বাংলো কিনেছিলেন, সাধের বাংলোর নাম রেখেছিলেন হৈমন্তী।  এমনকি ১৯১৪ সাল নাগাদ রবি ঠাকুর নিজে বেশ কিছু দিন কাটিয়ে ছিলেন সেই বাংলোতে। আর এবার সেই বাংলোতেই বিশ্বভারতী তার দ্বিতীয় ক্যাম্পাস চালু করতে চলেছে খুব দ্রুত। 
অনেক আগে থেকেই শোনা যাচ্ছিলো তবে তা অনেকেই বিশ্বাস করে উঠতে পারেননি। ২০১৯ সালে ততকালিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বিশ্বভারতী কতৃপক্ষের কাছে প্রথম এই প্রস্তাব রাখেন তার পর ২০২১ সালে বিশ্বভারতীর কর্মীসভার বৈঠকে প্রস্তাব গৃহীত হয়।  সেই মতো আবেদন করা হয়েছিল উত্তরাখণ্ড সরকারের কাছে, আর সেই ডাকেই এবার সারা মিলল প্রায় ৪৫ একর জমি বিনা শুল্কে দিতে প্রস্তুত উত্তরাখণ্ড সরকার বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কাছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য ১৫০ কোটি টাকার অনুমোদন চাওয়া হয়েছে। করোনা পরিস্থিতি একটু উন্নত হলেই রামগড়ের ক্যাম্পাসে স্নাতক এবং স্নাতকোত্তরের পঠন-পাঠন শুরু করা হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব শিক্ষা
Related News