Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

22' গজের লড়াই শেষ! ট্রফি হাতে উচ্ছাস মুম্বাই ইন্ডিয়ান্সের

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

শেষ ভালো যার সব ভালো তার- তবে শুধু শেষের ম্যাচ নয়, উদ্বোধনী টুর্নামেন্টের জয় পেয়েছিল তারা। এবং জয় দিয়েই টুর্নামেন্ট শেষ।  উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন নীতা আম্বানির টিম মুম্বই ইন্ডিয়ান্স। 

        যদিও জয় আসেনি খুব সহজে টুর্নামেন্টের মাঝপথে খেই হারালেও ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্য়াম্পিয়ন তারা। কিন্তু হরমনপ্রীত কৌরের হাত ধরে উইমেন্স প্রিমিয়ার লিগেও সেরকম কিছু হবে কিনা, সেটাই ছিল দেখার।

      ম্যাচের প্রথম হাফ ছিল মুম্বইয়ের পক্ষে । তবে মোড় ঘুরিয়েছিল শিখা পান্ডে-রাধা যাদব জুটি। অল্প রান তাড়া করতে নেমে চার ও ছয়ের হালকা বর্ষণে চাপে পড়ে মুম্বই।  হরমনপ্রীত কৌর ও ন্যাট সিবার জুটি ম্যাচের রাশ মুম্বইয়ের হাতে তুলে নেয়।       

    মুম্বাই ইন্ডিয়ান্সেরঅধিনায়ক হরমনপ্রীত রানআউট হতে ফের একবার চাপের মুখে পড়ে মুম্বই শিবির। যদিও সব বাধা পেরিয়ে অবশেষে ট্রফি মুম্বাইয়ের হাতে।

      মেগ ল্যানিং ও হরমনপ্রীত কৌর। দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ জিতেছেন অধিনায়ক মেগ ল্যানিং। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস, তিনটি ফাইনালে মেগ ল্য়ানিংয়ের কাছে মস্তিষ্কের লড়াইয়ে হারতে হয়েছে হরমনপ্রীত কৌরকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে যাই হোক, ফ্র্যাঞ্চাইজি লিগে বাজিমাত করলেন হরমনপ্রীত। 

    জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে টানা পাঁচ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে-অফও নিশ্চিত করেছিল। যদিও শীর্ষে থেকে সরাসরি ফাইনাল খেলতে পারেনি। গ্রুপ লিগের শেষ ল্যাপে বাজিমাত করে দিল্লি ক্যাপিটাল। সরাসরি ফাইনালে উঠেছিল তারা।

    এলিমিনেটর ম্যাচে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। পুরো টুর্নামেন্টেই মুম্বইয়ের বোলিং ঈর্ষণীয়। ফাইনালেও অনবদ্য। মাত্র ৭৯ রানে দিল্লি ক্যাপিটালসের ৯ উইকেট ফেলে দেয় মুম্বই। মনে হচ্ছিল একশো রানের মধ্যেই প্রতিপক্ষকে অলআউট করবে। শিখা পান্ডে এবং রাধা যাদবের অর্ধশতরানের জুটি দিল্লির স্কোর ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়। তাতেও অবশ্য মুম্বইকে আটকানো যায়নি। ৩ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News