Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

'OK' শব্দটির পূর্ণরূপ কি জানেন?

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

যে কোনও কিছুতে সম্মত হওয়া হওয়া বা 'ঠিক আছে' কথাটি বোঝাতে প্রায়শই যে শব্দটি আমাদের মুখ থেকে বেরিয়ে আসে তা হল ছোট্ট একটা ইংরেজি শব্দ, 'ওকে'। হামেশাই আমরা শব্দটি ব্যবহার করে থাকি কাজের জগতেও। সময়ের দৌড়ে ছুটতে গিয়ে এমনই বেশ কিছু সংক্ষিপ্ত শব্দ আমাদের মুখে মুখে ঘোরে। কিন্তু এই দুই অক্ষরের শব্দটি কথোপকথনে বোধহয় আমরা সবথেকে বেশি ব্যবহার করি। OK একটি সম্পূর্ণ শব্দ হিসাবেই কাজ করে অনেক সময়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে OK আসলে একটি পূর্ণশব্দ নয়। 'ঠিক আছে' কথার একটি সংক্ষিপ্ত ফর্ম ইংরেজি অনুবাদ। আজ এই প্রতিবেদনে জেনে নিন OK -এর অর্থ। পৃথিবীর সব ভাষায় এই শব্দটির আজ বহুল প্রচলিত। ওকে শব্দটা লিখি বা বলি যে কোনভাবেই আমরা ব্যবহার করে থাকি। এটি বিশ্বের সবচেয়ে কথিত বা লিখিত শব্দ হিসেবে বর্ণনা করা হয়েছে। জানিয়ে রাখি, ১৯ শতকে আমেরিকায় OK শব্দটির উত্‍পত্তি হয়েছিল।

'OK' শব্দটির পূর্ণরূপ হল All Correct! কিন্তু এখন প্রশ্ন হল All Correct এর AC হওয়া উচিত ছিল কিন্তু OK শব্দটির উত্‍পত্তি হলো কেন? আসলে এর ইতিহাসটা বেশ মজার। ইংরেজি অভিধানে OK শব্দটি ঢুকে পড়ে ১৮৩৯ সালের পরে, আসলে এই শব্দটি একটি রসিকতা ছিল। ১৮৩৯ সালে বিখ্যাত মার্কিন সাংবাদিক চার্লস গর্ডন গ্রিন প্রথমবার OK শব্দটি ব্যবহার করেছিলেন। আসলে মার্কিন ইংরেজিতে 'Oll Correct' কেই মজা করে তিনি OK লিখেছিলেন। ওই বিখ্যাত সাংবাদিকের রসিকতায় সম্ভবত গোটা বিশ্বে ভাইরাল হয়ে যায়। এরপর Oll Correct হয়ে যায় OK নামে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ইংরেজি শব্দ 'OK'।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image