#Pravati Sangbad Digital Desk:
২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে কর্নাটকে। ভারতের দক্ষিণের রাজ্যের বেঙ্গালুরুতে বসবে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের আসর। বিষয়টি নিশ্চিত করা হয়েছে এআইএফএফের তরফে। ২১ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এই সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ৩ জুলাই পর্যন্ত চলবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ভারতে চতুর্থবার আয়োজন হতে চলেছে দক্ষিণ এশিয়ার এই 'মার্কি' ফুটবল টুর্নামেন্টের। এবার সাতটি দেশ নিয়েই মাঠে গড়ানোর কথা ছিল টুর্নামেন্ট। কিন্তু ফিফা থেকে শ্রীলংকা নিষেধাজ্ঞা পাওয়ায় শেষ পর্যন্ত ছয় দল নিয়ে হতে পারে সাফ। শিগগিরই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। সাফে পাকিস্তান দলের ভারত যাওয়া নিয়েও ছিল শঙ্কা। তবে সেই বিষয়েও সুরাহা হয়েছে। ভারতে পাকিস্তান দলের খেলতে যাওয়া নিয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত।
সাফ আয়োজনে আবেদন আহ্বান করা হলে একমাত্র নেপাল আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সাফের সঙ্গে চুক্তি করা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘স্পোর্টস পার্টনার ইন্টারন্যাশনাল’-এর চাহিদা ছিল ভারত। তাদের চাহিদা পূরণেই ভারতে হচ্ছে সাফ। এআইএফএফের সভাপতি কল্যান চৌবে জানিয়েছেন, 'সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের কাছে দারুন একটা সুযোগ। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে ভালোবাসা এবং সৌভ্রাতৃত্বের প্রচারের এটা একটা দারুন সুযোগ আমাদের কাছে। আমি নিশ্চিত এই বিষয়ে আমরা প্রতিটা দেশের প্রতিটা ফুটবলারের সাহায্য পাব। তারাও মুখিয়ে থাকবে এই বিষয়ে তাদের দেশের সম্মান বৃদ্ধিতে। আমি দু হাত খুলে খেলতে আসা দলের প্রতিটি সদস্যকে স্বাগত জানাতে চাই। বর্ডারের সবপাশেই আমরা সৌভ্রাতৃত্বের বার্তা দিতে চাই। ফুটবল সেই বার্তা দেওয়ার অন্যতম সেরা মাধ্যম। আমাদের কাছে প্রতিটি দেশকে আমাদের এখানে স্বাগত জানানোর যে সুযোগ পাব তা অত্যন্ত গর্বের বিষয়।'