উইল জ্যাকসের পরিবর্ত হিসেবে আরসিবি স্কোয়াডে এই ক্রিকেটার

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

শেষমেশ সত্যি হল জল্পনা। ভারত সফরে টিম ইন্ডিয়াকে বেকায়দায় ফেলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিনায় মাথা গলিয়ে দিলেন মাইকেল ব্রেসওয়েল।আসন্ন আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দেখা যাবে নিউজিল্যান্ডের অল-রাউন্ডারকে। চোটের জন্য এবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামতে পারবেন না ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান উইল জ্যাকস। তাঁর পরিবর্ত হিসেবেই আরসিবি দলে নেয় কিউয়ি তারকাকে, যিনি বাঁ-হাতে ব্যাট করার পাশাপাশি একজন ডানহাতি অফ-স্পিনার। জ্যাকসকে ফ্র্যাঞ্চাইজি ৩.২ কোটি টাকায় কিনেছিল। ব্রেসওয়েলের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা।নিউজিল্যান্ডের অলরাউন্ডার এখনও অবধি ১৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলে ১১৩ রান করার পাশাপাশি ২১ উইকেট নিয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, ৩২ বছর বয়সী অলরাউন্ডার এর আগে আইপিএলে কখনও খেলেননি এবং বিগত মিনি-নিলামে অবিক্রিত ছিলেন। সামগ্রিকভাবে, তিনি খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ১১৭টি ম্যাচ খেলেছেন এবং ১৩৩.৪৮ স্ট্রাইক রেটে ২২৮৪ রান করেছেন।ভারতের বিরুদ্ধে ২০২৩-এর জানুয়ারিতে হায়দ্রাবাদে প্রথম ওডিআইতে মাত্র ৭৮ বলে ১৪০ রান করে চমক লাগিয়ে দিয়েছিলেন ব্রেসওয়েল। হেরে যাওয়ার অবস্থান থেকে দলকে উদ্ধার করে প্রায় এককভাবে ব্ল্যাক ক্যাপসকে জেতানোর জায়গায় নিয়ে গিয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে নজর কাড়ার দুই মাস পরে নিউজিল্যান্ডের অলরাউন্ডার আইপিএলে চুক্তিবদ্ধ হলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ ৩১শে মার্চ আহমেদাবাদে শুরু হবে যেখানে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিটি) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চারবারের বিজয়ী চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর মুখোমুখি হবে। আরসিবি তাদের প্রথম ম্যাচ খেলবে ১লা এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News