Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

সম্পূর্ণ বিনামূল্যে করুন আধার কার্ড আপডেট

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে নাগরিকদের বিনামূল্যে আধারের জন্য অনলাইন নথি আপডেটের সুযোগ দিচ্ছে UIDAI। আধার কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষাধিক মানুষ। বর্তমানে ডিজিটাল ইন্ডিয়া প্রচারের আওতায় UIDAI এই সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে MyAadhaar পোর্টালে গিয়ে বিনামূল্যে নথি আপডেট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই সুবিধা কেবল তিন মাসের জন্য বিনামূল্যে পাওয়া যাবে। এই সুবিধা ১৫ মার্চ ২০২৩ থেকে ১৪ জুন পর্যন্ত পাওয়া যাবে। MyAadhaar পোর্টালে নথি আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না, তবে আধার কেন্দ্রগুলিতে গিয়ে নথি আপডেট করার জন্য ৫০ টাকা ফি দিতে হবে। আপনার আধার কার্ড ১০ বছর পুরনো হয়ে গিয়েছে? তাহলে আধার কার্ডের তথ্য, বিবরণ পুনরায় আপডেট করে নেওয়ার পরামর্শ দিচ্ছে UIDAI। এই সংস্থার তরফে টুইটে জানানো হয়েছে, অনলাইনেই আধার কার্ডে নাম, জন্মের তারিখ, ঠিকানা ও অন্যান্য বিষয়গুলি অনলাইন আপডেট পরিষেবা ব্যবহার করে পরিবর্তন করতে পারেন। সেখানে কোনও টাকা দিতে হবে না তাঁদের।

অনলাইনে কীভাবে আপডেট করবেন আধার?
প্রথমে My Aadhaar ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যেতে ক্লিক করুন https://myaadhaar.uidai.gov.in। সেখানে নিজের আধার নম্বর দিয়ে লগ ইন করুন।
তারপর নথি আপডেটে ক্লিক করুন। সেখানে বর্তমানের সব বিবরণ দেখাবে। সেখানে সব তথ্য মিলিয়ে দেখে নিন। সব বিবরণ ঠিক থাকলে হাইপার লিঙ্কে ক্লিক করুন। পরের পেজে পরিচয়ের প্রমাণপত্র ও ঠিকানার প্রামাণ্য নথি নির্বাচন করুন। সেই সমস্ত তথ্যের নথি আপলোড করুন। অনুমোদিত হলেই আপডেটেড পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News