Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে এবার বড়পর্দায়, সেলুলয়েডে হবে দুষ্টুমি

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

নারায়ণ দেবনাথ চলে গেছেন কিন্তু তার অমর সৃষ্টি নন্টে ফন্টে চিরকাল মানুষের মনে রয়ে গেছে, আর তা রয়েও যাবে। সেই নন্টে ফন্টে এবার ফুটে উঠতে চলেছে পর্দায়। স্বর্গীয় নারায়ণ দেবনাথ এর অনুমোদিত 'নন্টে - ফন্টে' নিয়ে তৈরি হয়েছে প্রথম ফিচার ফিল্ম। এবার সিনেমা হলে আসতে চলেছে নতুন এই বাংলা সিনেমা৷

এই দুই বারো বছরের ছোঁড়ার জ্বালায় হিরাগঞ্জ আর মতিগঞ্জের সবাই অতিষ্ট। তাদের তাণ্ডবে সকলেই কম বেশি চোখে সর্ষে ফুল দেখছেন। বাধ্য হয়ে তাদের পরিবারের তরফে ঠিক করা হয় যে তাদের এবার হাতি স্যারের হোস্টেলে দেওয়া হবে। বাড়ির সিদ্ধান্ত অনুযায়ী এই দুই মক্কেল এসে হাজির হয় হোস্টেলে। তাদের ঠাঁই হয় একই ঘরে। এখান থেকে শুরু হয়ে যায় এই দুই পুঁচকের লড়াই। ফন্দি এঁটেই চলে দুজনে যাতে একে অন্যকে জব্দ করতে পারে। কিন্তু জিতবে কে? সেটা পরে দেখা যাবে। কিন্তু তাদের এই লড়াইয়ের মাঝেই তাঁরা ধরে ফেলে চোর কাঁকড়াকে। এবার? এবার আর কী, হাতি স্যারের প্রশংসা কুড়ায় তারা দুজন। এতে জ্বলন শুরু হয় কেলটু দার। সে মিথ্যে বলে ওদের মার খাওয়ায়। বারবার হেনস্থা করতে থাকে।

এরপর গল্পে উঠে আসে রয়েল বেঙ্গল টাইগার ধরতে গিয়ে কীভাবে সদলবলে হাতি স্যার দুষ্কৃতীদের খপ্পরে পড়েন এবং সেখান থেকে উদ্ধার পান নন্টে ফন্টের বুদ্ধিতে। এই গোটা গল্পটাই উঠে আসতে চলেছে এই আগামী ছবিতে।

ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় , অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, লামা, কাঞ্চনা, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, সোহম বসু রায়চৌধুরী সহ অনেকে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News