Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

অবিশ্বাস্য জয় কেকেআরের! পাঁচ ছয়ের বর্ষণে ভেসে গেলো গুজরাট টাইটানস

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

২০০ রানের বোঝা মাথার উপর থাকলে ম্যাচ জয় কঠিন! অ্যাওয়ে ম্যাচে চ্যাম্পিয়ন টিমের সামনে চাপ দ্বিগুণ হয়ে যায়! সে কথা হাওয়ায় উড়িয়ে পাঁচ পাঁচটি ছয় মেরে জয় আনলেন রিঙ্কু সিং। কেকেআর মিডল অর্ডার তারকার শেষ ওভারে পাঁচটি ছক্কাতেই তৈরি হল নয়া ইতিহাস। প্রায় হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচ জিতিয়ে নাইটদের নায়ক হয়ে গেলেন রিঙ্কু।

গুজরাট টাইটান্স: ২০৪/৪ (সুদর্শন-৫৩, বিজয়-৬৩, নারিন-৩৩/৩)

কলকাতা নাইট রাইডার্স: ২০৭/৭ (ভেঙ্কটেশ-৮৩, রানা-৪৫, রিঙ্কু-৪৮) 

৩ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স

   এ বারের আইপিএল শুরু হয়েছিল হার দিয়ে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাত্র ৭ রানে হার। কেকেআর অবশ্য বারবার বলে আসছিল ইতিবাচক ক্রিকেটের কথা। বৃষ্টি না হলে পঞ্জাবের বিরুদ্ধে জিততে পারত বলেই আশা ছিল কেকেআরের। দীর্ঘ সময় ঘরের মাঠে ফেরা এবং প্রবল চাপ নিয়ে মাঠে নামা। প্রতিপক্ষ ছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতা ইনিংসেরই যেন দুটি ভাগ দেখা গিয়েছিল। ১২ ওভারে ৮৯ রানে ৫ উইকেট হারানো কলকাতা ২০০-র উপর স্কোর গড়ে। শার্দূল ঠাকুরের ২৯ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস, রহমানুল্লা গুরবাজের অর্ধশতরান, রিঙ্কু সিংয়ের অবদান। ম্য়াচের বাকি সময় স্পিনত্রয়ীর দাপট। ঘরের মাঠে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের ৮১ রানে হারানো আত্মবিশ্বাসী করেছে কেকেআরকে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News