Flash News
Saturday, September 27, 2025

মুক্তি পেয়েছে 'পুষ্পা ২' এর টিজার

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

২০২১ এ মুক্তি পেয়েছিল প্যান ইন্ডিয়ান সিনেমা ' পুষ্পা ,দ্যা রাইজ ' ।তারপর থেকে প্রায় দুই বছর ধরে বয়ে গেছে পুষ্পা ঝড়।হিন্দি ,তামিল ,তেলেগু , কন্নড়,মালায়ালাম প্রভৃতি ভাষায় ছবিটি মুক্তি পেয়েছিল ।পরিচালক সুকুমারের পরিচালনায় ও দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও ফাহাদ ফসিল এর মত তাবড় তাবড় অভিনেতাদের অভিনয় দক্ষতা য় ছবি টি তুমুল জনপ্রিয়তা লাভ করে ।এছাড়া ও সিনেমার বেশ কিছু ডায়ালগ,গান আর অভিনেত্রী সামান্থা র আইটেম সং ' উ অন্টাভা ' তে সিনেমার প্রতি দর্শক দের ক্রেজ হয়েছিল দ্বিগুণ ।দেশ ছাড়িয়ে বিদেশের ও বহু খেলোয়াড় ও অভিনেতা অভিনেত্রী দের এই ছবির গানে নাচ করতে ও ডায়ালগ গুলি বলতে শোনা যায় ।সিনেমার প্রথম ভাগ টি দেখার পর থেকে দর্শক রা দিন গুনছিলেন দ্বিতীয় পর্বের অপেক্ষায় ।

আর এর মধ্যেই খুশির খবর পেয়েছেন ' পুষ্পা ' এর অনুরাগী রা।গতকাল ছিল অভিনেতা আল্লু অর্জুন এর জন্মদিন।  আর তার জন্মদিন উপলক্ষে সমাজমধ্যমে 'পুষ্পা ২, দ্যা রুল ' এর ফাস্ট লুক প্রকাশ করেন ছবির পরিচালক সুকুমার ।ছবির নিচে ক্যাপশনে আল্লু অর্জুন কে জন্মদিনের শুভেচ্ছা জানান পরিচালক ।ছবির টিজার ও মুক্তি পেয়েছে গতকাল ।

প্রথম ভাগেই দেখানো হয়েছিল পুষ্পা কে একজন শ্রমিক হিসেবে ।যে বিলুপ্তপ্রায় লাল চন্দন গাছের পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত ।পরবর্তী তে এক জাঁদরেল পুলিশ অফিসার এর আগমন ও তাদের সংঘাত নিয়েই এগিয়েছে গল্পঃ ।আর দ্বিতীয় ভাগের টিজার এ দেখানো হচ্ছে ,সবাই খোজ করছে পুষ্পা র।চন্দন কাঠ পাচার আইনি অপরাধ হওয়ায় পুলিশ সর্বত্র খোঁজ চালাচ্ছে তার ।

পুষ্পা র ফার্স্ট লুক ই ক্লিন বোল্ড করে দিয়েছে ।একেবারে অন্য বেশভূষা তে দেখা যাচ্ছে তাকে ।

তার গলায় ঝুলছে ফুলের মালা ,লেবুর মালা ও নানান ভারী গয়না । হাতে চুড়ি ,আঙ্গুলে আংটি ,নীল শাড়ি ,কানে দুল ,নাকে নথ ,মুখে ও সারা গায়ে নীল রং আর কপাল এ লাল রং , ব্রকেড ব্লাউস আর এক হাতে রয়েছে রিভলভার ।দাড়ানোর ধরন পূর্ব ভাগের মতোই ।ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ছবি ।আর আল্লু অর্জুন এর লুক নিয়ে ভুয়সী প্রশংসা করেছেন ভক্ত রা।ছবিটি পোস্ট হওয়ার পর পর ই লাইক কমেন্ট এর বন্যা বয়ে গিয়েছে ।বহু তারকা রা অভিবাদন জানিয়েছেন ।

পার্ট ১ এ মুখ্য অভিনেত্রী ছিলেন ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দনা ও পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন মালায়ালাম অভিনেতা ফাহাদ ফসিল ।তাদের অভিনয় এর মাধ্যমে মীন জয় করেছিলেন সবার।

এবার এটাই দেখার ,দ্বিতীয় পর্বে দর্শকদের মনের সাধ পূরণ করতে পারে কি না সিনেমা কর্তৃপক্ষ ।তবে বলাই বাহুল্য ইতিমধ্যেইদর্শক রা পছন্দ করছেন পার্ট ২ এর এই নতুন লুক ও টিজার ।প্রথম লুকেই বাজিমাত করেছেন সুকুমার ।ছবির দ্বিতীয় ভাগটি ও তামিল , তেলেগু, কন্নড়, মালায়ালাম ও হিন্দি তে মুক্তি পাবে ।এখনো সিনেমা টি মুক্তির কোনো তারিখ জানানো হয়নি ।তবে শীঘ্রই দর্শকদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাবে ' পুষ্পা ২, দ্যা রুল'।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News