নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা! চতুর্থ ওয়েভ ভারতে আসন্ন, যা বলছে গবেষকরা

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

দিল্লির করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, উত্তরের এই রাজ্যের নতুন কোভিড আক্রান্তদের ৯৮ শতাংশ করোনার XBB.1.16 উপরূপে আক্রান্ত। তাঁদের নমুনা পরীক্ষার পর এমনটাই জানা গিয়েছে বলে দাবি আইএলবিএস-এর অধিকর্তা এসকে সারিনের। তিনি জানান, এই উপরূপের খুব দ্রুত এক শরীর থেকে অপর শরীরে ছড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। যদিও করোনার এই উপরূপ খুব একটা প্রাণঘাতী নয়, এমনটাও জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৫০৯ জন নতুন করে করোনা আক্রান্ত। আর এই সারিনের মতো মেডিক্যাল বিশেষজ্ঞ এই দাবি করেন। এনডিটিভিকে চিকিৎসক সারিন বলেন, 'সংক্রমিতর সংখ্যা বেড়েছে কিন্তু মৃত্যু সেভাবে হয়নি। XBB.1.16 উপরূপে আক্রান্তদের মধ্যে সর্দি-কাশির মতো সাধারণ লক্ষণ লক্ষ্য করা গিয়েছে।'

 গবেষকরা দাবি করেছেন চতুর্থ ওয়েভ আসন্ন ভারতে। আগামী ৪০ থেকে ৪৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয় গোটা বিশ্বে একাধিক দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। তারমধ্যে রয়েছে চিন, আমেরিকা, হংকং। এই দেশগুলিকে করোনা সংক্রমণ হঠাত্‍ করে বাড়তে শুরু করেছে। তারপরে আবার ভারতেও সংক্রমণ বৃদ্ধিতে নতুন করে উগ্বেগে গবেষকরা।

করোনা সংক্রমণের প্রতিটি ওয়েভেই হটস্পট থেকেছে কেরল, মহারাষ্ট্র আর দিল্লি। এবার দিল্লি কেরল বা মহারাষ্ট্রে সেভাবে সংক্রমণ বৃদ্ধি না হলেও ছড়াতে যে সময় লাগবে না তা আঁচ করে ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেকারণে আজ তরিঘরি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। গত সাতদিনে দেশে তিনগুণ বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। সূত্রের খবর ভার্চুয়াল মিটিং হবে নীতি আয়োগের এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন স্বাস্থ্য
Related News