Flash News
Saturday, September 27, 2025

ইডেনে দুর্ধর্ষ জয় কেকেআর এর! সেলিব্রেশনে মাতলেন শাহরুখের সাথে

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

ইডেনে শাহরুখের উপস্থিতিতে দুর্ধর্ষ জয়। ৮১ রানের বিশাল ব্যবধানে আরসিবিকে নিশ্চিহ্ন করে দেয় আর সেই জয়ের পরেই কেকেআর ক্যাম্পে চিরপরিচিত সেলিব্রেশনের মেজাজ।

কেকেআরের তরফে ম্যাচের পরেই ভিডিও শেয়ার করা হয়েছিল। যেখানে শাহরুখ খানকে দেখা যাচ্ছে কেকেআর ড্রেসিংরুমে রিঙ্কু সিংকে কেকেআরের আন্থেম গাওয়ার জন্য অনুরোধ করেছেন। দলের অন্যান্যরাও কেকেআর ব্যাটারকে গান গাওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকেন। শাহরুখ বলেন, 'আমরা সকলে রিঙ্কুকে ফলো করব। বুকে হাত রেখে গান গাওয়া হোক। কেকেআরের হয়ে খেলার অর্থ সবকিছু।' তারপরে রিঙ্কুর নেতৃত্বে কেকেআরের আন্থেম গাওয়া হয়।

 ইডেনে ব্যাট হাতেও রিঙ্কুর ঝলকানি দেখা যায়। ৩৩ বলে ৪৬ রান করে যান উত্তরপ্রদেশের তারকা ব্যাটার। ৮৯/৫ থেকে শার্দূল এবং রিঙ্কুর ব্যাটে ভর করে কেকেআর ম্যাচে ফেরে। শেষমেশ নাইটরা স্কোরবোর্ডে তুলে দেয় ২০৪-এর বিশাল স্কোর। ওপেনার রহমনুল্লাহ গুরবাজ (৪৪ বলে ৫৭) এবং শার্দূল ঠাকুর (২৯ বলে ৬৮) জোড়া হাফসেঞ্চুরি হাঁকিয়ে যান।

ইডেনে কেকেআরের ঘূর্ণির কোনও জবাব-ই ছিল না আরসিবির কাছে। বরুণ চক্রবর্তী (৪/১৫), সুয়াশ শর্মা (৩/৩০) এবং সুনীল নারিন (২/১৬) প্রতিপক্ষের নয় উইকেটই দখল করেন। আরসিবি বিশাল রান চেজ করতে গিয়ে গুটিয়ে যায় মাত্র ১২৩-এ। আরসিবির হয়ে ডেভিড উইলি এবং করন শর্মা দুটো করে উইকেট দখল করেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News