Flash News
Saturday, September 27, 2025

কেরিয়ার যখন তুঙ্গে ছেড়েছিলেন অভিনয়! সুচিত্রা সেনের অভিনয়ের ইতি নিয়ে উঠে এলো নতুন তথ্য

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্রের একজন সুচিত্রা সেন। তাঁর জন্মদিনে উঠে এলো তাঁর জীবনের কিছু বিতর্কিত অধ্যায়ের প্রসঙ্গ। কেরিয়ার যখন তুঙ্গে কেন হঠাত্‍ করে অভিনয় ছেড়েছিলেন তিনি! 

 ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। বাংলা সিনেমার সবচেয়ে সফল অভিনেত্রী মনে করা হয় সুচিত্রা সেনকে। সেই সুচিত্রাই হঠাত্‍ অভিনয় ছেড়ে দিলেন। উত্তম কুমারের প্রয়াণের পর তিনি বলেছিলেন, 'আর কার সঙ্গে অভিনয় করব।' অভিনয় ছেডে় দেওয়ার পর বাড়িতে সুচিত্রার অভ্যাস ছিল, সিনেমা নিয়ে কোনও কথা না বলা। মুনমুন সাক্ষাত্‍কারে বলেছিলেন, তিনি যখন সিনেমায় অভিনয় করছেন, তখন বাংলা সিনেমা নিয়ে বাড়িতে কোনওরকম কথা তেমন বলা হত না সুচিত্রার সঙ্গে।

সুচিত্রা সেনের অভিনয়ের কেরিয়ার কেন এমন হঠাত্‍ করে শেষ হয়ে গেল, তাই নিয়েও মুনমুন মুখ খুলেছিলেন। তিনি বলেন, '৭০-এর দশকে তেমন ভাল সিনেমা হচ্ছিল না। যে পরিচালকদের সঙ্গে কাজ করতেন সুচিত্রা, তাঁরা সকলেই গত হয়েছিলেন। তাই আর কাজ করতে চাইতেন না সুচিত্রা। 

সুচিত্রার অন্তরালে চলে যাওয়ার বিষয়টি নিয়ে সব-সময়েই নানারকম আলোচনা উঠে এসেছে। কিন্তু ঠিক কী কারণে অন্তরালে চলে গিয়েছিলেন মহানায়িকা, তা বোধহয় কখনই স্পষ্ট হবে না। শুধু উত্তমের মৃত্যুই নয়, বাংলা সিনেমার দৈন্যও ছিল ছবি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কারণ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News