Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

IPL-এ চোটের ধাক্কা, করাতে হবে অস্ত্রোপচার, আইপিএলের পর বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন কেন উইলিয়ামসন

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

নিউজিল্যান্ডের ওডিআই অধিনায়ক কেন উইলিয়ামসন, গুজরাট টাইটান্সের হয়ে মরশুমের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেই ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান। তাঁর চোট এতটাই গুরুতর যে, বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে পারবেন না তিনি। জানা গিয়েছে, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের এসিএল চোট হয়েছে। সারতে কয়েক সপ্তাহ লাগবে।

উইলিয়ামসন সম্প্রতি নিউজিল্যান্ডে ফিরেছেন, যেখানে চোটের তীব্রতা নিশ্চিত করা হয়েছে এবং হাঁটুর চারপাশের ফোলাভাব কমে গেলে আগামী তিন সপ্তাহের মধ্যে তার অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়েছে।

চেন্নাই সুপার কিংসের ইনিংসের ১৩তম ওভারে ডিপ স্কোয়ার লেগ বাউন্ডারিতে রুতুরাজ গায়কোয়াড়ের ছয় আটকানোর জন্য বল ধরে লাফিয়ে ওঠার সময় উইলিয়ামসনের ডান হাঁটুর ওপর দিয়ে বলটি চলে যায়। বাউন্ডারি বোর্ডে বাউন্স হওয়ার পূর্বেই তিনি দুই রান বাঁচাতে সক্ষম হন। কিন্তু, উইলিয়ামসন ডান হাঁটুতে আঘাত পান।

কেন বলেছেন, ‘স্বাভাবিক ভাবেই এই ধরনের চোট পাওয়া হতাশাজনক, কিন্তু আমার মনোযোগ এখন অস্ত্রোপচার করা এবং পুনর্বাসন শুরু করা। এতে কিছুটা সময় লাগবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফেরার জন্য, আমি যা করতে পারি সেটাই করব।’

উইলিয়ামসনের বিশ্বকাপে না থাকাটা হবে নিউজিল্যান্ডের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা হতে চলেছে। ১৩টি সেঞ্চুরি সহ ১৬১টি ওয়ানডে-তে তার গড় ৪৭.৮৩।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘কেনকে শুরু খেলোয়াড়ই নন, ও আমাদের নেতা এবং আমাদের দলের গুরুত্বরপূর্ণ সদস্য। আমরা আশা করেছিলাম যে, ও হয়তো ঠিক হয়ে উঠবে। তবে এখন যা মনে হচ্ছে, এটি অসম্ভব।’

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার হবে উইলিয়ামসনের।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News