Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

আজকের রাশিফল

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

অনেক মানুষ ই দিনের শুরুটা রাশিফল দেখে করতে পছন্দ করেন।দৈনন্দিন জীবন,ব্যাবসা ,চাকরি ,পড়াশোনা ,পারিবারিক সমস্ত বিষয়েই আগাম কিছু আভাস পাওয়া যায় এই রাশিফল থেকে।আজকের দিনটি কোন রাশির জন্য ভালো দেখে নিন একনজরে।- 

 রাশি মেষ - সঙ্গীতে সাফল্য লাভ। ব্যয় বাড়তে পারে। কাউকে খারাপ কথা বলার জন্য অনুশোচনা হতে পারে । লিভারের সমস্যা দেখা দিতে পারে।  পিঠে ব্যথার সমস্যা বাড়তে পারে।দাম্পত্য জীবন হবে সুখের ।অতিরিক্ত রাগ ও মাথাগরম এর ফলে সুযোগ হাতছাড়া হতে পারে ।

রাশি বৃষ - নিজ বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে ।বন্ধুদের ব্যাপারে কোনো খারাপ খবর পেতে পারেন ।নেশার প্রতি আসক্তি বৃদ্ধি। অর্শ-জাতীয় রোগ নিয়ে চিন্তা। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে।  সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। দাম্পত্য কলহ হতে পারে ।

রাশি মিথুন - চাকরি ও ব্যবসা সংক্রান্ত কোনও সমস্যার সমাধান হতে পারে। আজকের দিন টি শান্তি তে ও সুষ্ঠু ভাবে কাটাবেন ।মা এর সঙ্গে সুমধুর সম্পর্ক থাকবে ।বিদেশের ব্যাবসার সঙ্গে যুক্ত ব্যক্তি রা লাভের মুখ দেখবেন ।

রাশি কর্কট - বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় অবসাদ কমতে পারে।   প্রসন্নতা বজায়  থাকবে। বিরোধীদের কোনও আলোচনায় মনোনিবেশ করবেন না, এর ফলে ভবিষ্যতে সাফল্য লাভ করতে পারবেন। জীবনসঙ্গীর পরামর্শে ধন লাভ হবে । সন্তান কোনও সমস্যার সম্মুখীন হতে  পারে।  সতর্ক থাকুন।

রাশি সিংহ -  আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। অচেনা ব্যক্তির সঙ্গে কোনও লেনদেন করবেন না। কারণ এর ফলে লোকসান হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসার জন্য যে যাত্রা করবেন, তার দ্বারা লাভ  হবে।কাজের প্রতি ধৈর্য্য রাখুন ও মনোযোগ দিন ।

রাশি কন্যা - পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে। সন্তানের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন ।আশপাশের ব্যক্তিদের সঙ্গে বিবাদ হতে পারে। যতটা সম্ভব দ্বন্দ্ব এড়িয়ে চলুন । আজের দিন টি শান্তিতে কাটবে ।

রাশি তুলা - সন্ধ্যার সময় পরিবার পরিজনদের সঙ্গে কাটাবেন।  ফলে মানসিক শান্তি লাভ করবেন । সমস্যার সমাধান না-ও হতে পারে। এর ফলে মানসিক অশান্তিতে সময় কাটতে পারে। আর্থিক পরিস্থিতি কে  উন্নত করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে।মান সম্মান বৃদ্ধি পাবে ।

রাশি বৃশ্চিক - ছাত্র-ছাত্রীরা নিজের পড়াশোনায় মনোনিবেশ করবেন। এর ফলে সুফল পাবেন তাঁরা। শ্বশুর বাড়ির তরফে ধন লাভ সম্ভব হতে পারে  । রোজগারের সঙ্গে জড়িত ব্যক্তি রা শুভ সুযোগ পেতে পারেন। সামাজিক সম্মান পাবেন। পরিবারের সঙ্গে  দীর্ঘ যাত্রার সুযোগ তৈরি হতে পারে  ।

রাশি ধনু - ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পড়ে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পড়ে ।মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের প্রতি ঘৃণা আসতে পারে। কবিদের জন্য আজের দিনটি খারাপ ।

রাশি মকর - প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি ভাল। শারীরিক অবস্থা খারাপ থাকায় কাজে ক্ষতি হতে পারে ।  চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে ।সমস্যা আদালত পর্যন্ত যেতে পারে ।

রাশি কুম্ভ - প্রেমের বিবাদ মিটে যাবে। কোমরের  যন্ত্রণা বাড়বে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ। পিতার সম্পত্তি লাভ হতে পারে।  পড়াশোনার ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তাবৃদ্ধি। রক্তচাপ বৃদ্ধি। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে।

রাশি মীন - কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে।

সন্তানদের ভাল কাজের জন্য গর্ববোধ হতে পারে। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে।স্ত্রীর সঙ্গে ঝগড়া অভিমান বাড়তে পারে ।অকারণে ঝামেলায় জড়াতে পারেন ।।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জ্যোতিষ আজকের দিনে
Related News