Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

এপ্রিল থেকেই বন্ধ হচ্ছে কাজিরাঙার হাতি সাফারি! গজ উৎসব নিয়ে উৎসাহি মানুষজন

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

বহু মানুষের কাছেই জঙ্গল ও জঙ্গলের প্রাণী খুবই প্রিয়। চিড়িয়াখানার খাঁচার ভেতর নয় প্রকৃতির কোলে মুক্ত আকাশের নিচে কাছ থেকে জঙ্গল সাফারি আর বন্য প্রাণী দেখার মজাই আলাদা। অনেকেই আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে একসৃঙ্গ গন্ডার দেখার জন্য হাতি সাফারি পছন্দ করেন। কিন্তু এই এপ্রিল মাসে সেখানে যাওয়ার পরিকল্পনা করলে তা বৃথাই হবে।

   কারণ এই এপ্রিল থেকেই কাজিরাঙা জাতীয় উদ্যানে শুরু হচ্ছে গজ উত্‍সব। ৩০ বছরের ‘প্রজেক্ট এলিফেন্ট’-এর সাফল্য নিয়ে গজ উত্‍সব পালন করতে চলেছে কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রক। দেশে হাতির সংখ্যা বৃদ্ধি ও হাতি সংরক্ষণ, সচেতনতা বাড়াতে এই প্রকল্প সফল করার উদ্যোগ নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, এই উত্‍সব চলবে আগামী ২দিন ধরে। ৭ ও ৮ এপ্রিল হবে এই অভিনব উত্‍সব। 

 এই উত্‍সব শুধু হাতি সংরক্ষণ করার প্রচেষ্টা নয়, মানুষের সঙ্গে হাতির নিবিড় সংযোগ স্থাপন করা, সাধারণ মানুষের মধ্যে হাতির স্বভাব নিয়ে সচেতনতা বাড়ানো, সংরক্ষিত জায়গায় হাতিদের সুস্থ স্বাভাবিক জীবন প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উত্‍সবের মূল লক্ষ্য হল হাতি সংরক্ষণ করা, মানুষ ও হাতির সংঘর্ষ প্রতিরোধ করা ও তাদের করিডোরও বাসস্থান সংরক্ষণ করা। জানা গিয়েছে, এই অভিনব উত্‍সবের উদ্বোধন করবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৭ এপ্রিল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে ধুমধাম করে গজ উত্‍সবের সূচনা হবে।

 কাজিরাঙা হল ইউনেস্কোর একটি বিশ্ববিখ্যাত ও ঐতিহ্যবাহী সংরক্ষিত এলাকা। যেখানে বিশ্বের সবচেয়ে বেশি বাঘের আবাসস্থল রয়েছে। রয়েছে বিরল প্রজাতির একশৃঙ্গ গণ্ডারের বাসস্থান। গণ্ডার ও বাঘের পাশাপাশি হাতি সংরক্ষণ করার জন্য ১৯৯১-১৯৯২ সালে প্রজেক্ট এলিফ্যান্ট শুরু করেছিল ভারত সরকার। রিপোর্ট অনুযায়ী, অসমে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বন্য হাতির জনসংখ্যা। এছাড়াও মানুষের সেবা ও যত্নেও বেড়ে উঠেছে প্রচুর সংখ্যক হাতি। তাই গজ উত্‍সব পালন করার জন্য কাজিরাঙাকেই বেছে নেওয়া হয়েছে। উল্লেখ্য এই উত্‍সবের কারণে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জিপ ও হাতির সাফারি পর্যটকদের জন্য দুই দিনের জন্য স্থগিত রাখা হবে। রিপোর্ট অনুযায়ী, কোহোরা, বাগোরি, বুড়াপাহাড় ও আগোরাতলি-সহ জাতীয় উদ্যানের সমস্ত রেঞ্জে সাফারিগুলি বন্ধ রাখা হবে। জানা গিয়েছে দুই দিনের উত্‍সবেই উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন ভ্রমণ
Related News