Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

তাজমহল দেখতে গেলে মানতে হবে নিয়ম! রইলো সেই তথ্য

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

দিল্লী কিংবা আগ্রা দেখতে গিয়ে তাজমহল বাদ পড়ে না কখনোই। তাজমহল না দেখলে ভ্রমণের মূল উদ্দেশ্যই যেন অধরা থেকে যায় । বিশ্বের সাত আশ্চর্যের মধ্যে অন্ততম এটি। মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজের স্মরণে তৈরি করা হয়েছিল এটি। তাজমহলের ইতিহাস মোটামুটি সকলেরই জানা।

প্রতিদিনই শয়ে শয়ে পর্যটক এই ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ দেখতে যান। তবে তাজমহল সবচেয়ে সুন্দরী হয়ে ওঠে পূর্ণিমার রাতে। সাদা মার্বেলের উপর চাঁদের জ্যোত্‍স্না পড়ে তাজমহলকে করে তোলে বিশ্বের সেরা স্থাপত্য। বিদেশি পর্যটকদের কাছে তাজমহল আমাদের দেশের সবচেয়ে আকর্ষণীয় স্থল। কিন্তু কিছু বিশেষ নিয়ম রয়েছে তাজমহলে তাই ঘুরতে যাওয়ার আগে সেগুলি মাথায় রাখতে হবে।

তাজমহলের অনেকগুলো প্রবেশপথ

তাজমহলে প্রবেশের জন্য রয়েছে তিনটি প্রবেশ পথ। পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ। আপনি যদি দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করতে চান তাহলে ভিড় কম পাবেন। দক্ষিণ গেটটি সবচেয়ে কম ব্যবহৃত হয়। তাই অন্য দুই প্রবেশ পথের তুলনায় এখানে লাইন কম পড়ে। যদিও তাজমহলের প্রধান প্রবেশ ফটক পশ্চিমের গেটটি। বেশিরভাগ স্থানীয় পর্যটক এই দরজাটিই ব্যবহার করেন। সারাদিন ধরে এখানে লম্বা লাইন থাকে। তবে ভোরবেলা সূর্যোদয়ের সময় এই গেটটি ফাঁকা থাকে। পূর্ব দিকের গেটটি দিয়ে প্রধানত বিদেশি পর্যটকরা যাতায়াত করেন। কারণ এই প্রবেশ পথের কাছেই হোটেলগুলি অবস্থিত।

শুক্রবার বন্ধ থাকে তাজমহলে 

শুক্রবার ছাড়া সাধারণত তাজমহল প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। শুক্রবার নমাজ পড়ার দিন বলে সেই দিনটি তাজ বন্ধ রাখা হয়। তাজমহল আবার রাতেরবেলাতেও খোলা থাকে। প্রতিমাসের পূর্ণিমায় রাত ৮:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত তাজমহল পর্যটকদের জন্য খোলা থাকে। অবশ্য শুধু পূর্ণিমাই নয়, পূর্ণিমার আগের দুই দিন এবং পরের দুই দিন অর্থাত্‍ প্রতি মাসে মোট পাঁচ দিনের রাতে তাজমহল খোলা থাকে। পূর্ণিমা রাতে তাজমহলে প্রবেশ করতে গেলে আলাদা করে টিকিট কাটতে হয়। বলাবাহুল্য টিকিটের দাম যথেষ্ট বেশি। কিন্তু চাঁদের আলোয় তাজমহল দেখার লোভ কেউ সামলাতে পারেন না। তাই টাকা খরচ হলেও তাজের সৌন্দর্য দেখার সুযোগ হাতছাড়া করতে কেউই চান না। পবিত্র রমজান মাসে, তাজমহলে রাতের দর্শন বন্ধ থাকে।

বিনামূল্যে তাজমহলে প্রবেশ

আপনি যদি ঈদের দিন সকালে বা ওয়ার্ল্ড হেরিটেজ সপ্তাহের সময় এই তাজমহল দেখার পরিকল্পনা করেন তাহলে আপনি সেখানে বিনামূল্যে প্রবেশ পাবেন। কিন্তু মনে রাখবেন, এই সময়ই তাজমহলে সবচেয়ে বেশি ভিড় হয়। এছাড়াও আপনি যদি পূর্ণিমা, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় তাজমহলের ছবি তুলতে ভুলে যান তবে আপনি যমুনা নদী থেকে আরও ভালো শট নিতে পারেন। এখান থেকে তাজের ভিউ অপূর্ব সুন্দর এবং এখানে এন্ট্রি ফি ফ্রি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন ভ্রমণ
Related News