Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বাদ পড়ছে ব্রেকফাস্ট! ডায়েট হোক কিংবা মহাব্যস্ততা ব্রেকফাস্ট স্কিপ করলে হতে পারে নানা শারীরিক সমস্যা

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

সারাদিনের ব্যাস্ততায় ব্রেকফাস্টকে অনেকেই গুরুত্ব দেন না। আবার ডায়েট কন্ট্রোল করতে গিয়ে ওজন ঝরানোর চেষ্টায় বাদ পড়ে ব্রেকফাস্ট। কিন্তু ডাক্তাররা বলছেন ব্রেকফাস্ট স্কিপ করা চলবে না কোনো মতেই। এর ফলে হতে পারে অনেক শরীরকে ক্ষতি।

ডায়াবেটিস: 

 যদি রোজ ব্রেকফাস্ট বাদ দেওয়া হয়, তাহলে  টাইপ-টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়। পরীক্ষায় দেখা গেছে,  ব্রেকফাস্ট বাদ দেওয়ার ফলে বহু মানুষ হাই ব্লাড সুগারে আক্রান্ত হয়েছেন।

*ওজন বৃদ্ধি* :

রোজ ব্রেকফাস্ট বাদ দিলে, ওজন কমার বদলে উল্টে বেড়ে যেতে পারে।  কারণ খিদের পেটে লাঞ্চে বেশি খাবার খেয়ে ফেলা হয়। যা  ওজন বাড়িয়ে দিতে পারে।

*হৃদরোগ* :

হেলদি ব্রেকফাস্ট কমিয়ে দেয় হৃদরোগের ঝুঁকি। ব্রেকফাস্ট বাদ দিলে হাইপার টেনশন, ওবেসিটি, হাই ব্লাড সুগার, হাই কোলেস্টেরলের প্রবণতা বাড়ে। যা হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে তোলে।

*মাইগ্রেন:* 

ব্রেকফাস্ট বাদ দেওয়ার ফল হতে পারে মাইগ্রেন। সেইসঙ্গে আপনার শরীরে জলের ঘাটতি ঘটতে পারে।  এছাড়া অ্যাসিডিটি, গ্যাস, পেটে ব্যাথা সহ নানা সমস্যা দেখা যেতে পারে। তাই ব্রেকফাস্ট বাদ পড়লে চলবে না।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল স্বাস্থ্য
Related News