Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ছুটিতে শুধুই সিকিমের পাহাড়ি গ্রাম! এবার সাথে আছে রোমাঞ্চকর স্পোর্টসও

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

কিছু দিনের ছুটি থাকলে অনেকেই সিকিম ভ্রমণের প্ল্যান বানিয়ে নেয়। কাছেপিঠে ছুটি কাটানোর জন্য সিকিমের পাহাড়ি গ্রামের জুড়ি নেই। আর তার সঙ্গে থাকে বরফ দেখার সুযোগও। 

তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, সাথে রয়েছে প্যারাগলাইডিং সহ নানা অ্যাডভেঞ্চারস স্পোর্টসও।

 *রিভার রাফটিং-* উত্তরবঙ্গে তিস্তার জলে রাফটিং করার সুবিধা রয়েছে। সিকিমেও তিস্তা ও রঙ্গিত নদীতে রিভার রাফটিংয়ের সুযোগ রয়েছে। সিকিমের মাখা থেকে তিস্তায় রাফটিং শুরু হয়। তারপর রংপো হয়ে যাওয়া হয় সিরওয়ানির দিকে। আর রঙ্গিত নদীতে রাফটিং শুরু হয় নয়াবাজার থেকে। শেষ হল মল্লিতে। রাফটিংয়ের অভিজ্ঞতা না থাকলেও আপনি সিকিমের তিস্তায় রাফটিং করতে পারেন। তবে, অভিজ্ঞতা ছাড়া রঙ্গিতে রাফটিং না করাই ভাল।

*মাউন্টেন বাইকিং-* পশ্চিমবঙ্গ থেকে অনেকেই দু’চাকা নিয়ে সিকিম বেড়াতে যান। কিন্তু মাউন্টেন বাইকিং তার থেকে বেশ আলাদা। মাউন্টেন বাইকিং হল কিছুটা পাহাড়ি রাস্তায় সাইকেল চালানোর মতোই। কিন্তু এই সাইকেল চালানো বেশ কঠিন এবং রোমাঞ্চকর। সিকিম মাউন্টেন বাইকিংয়ের ছয়টি রুট রয়েছে। বেশিরভাগ রুট গ্যাংটক থেকে শুরু হয়। গ্যাংটক থেকে রামটেক হয়ে আপনি রংপো, রংল, পেলিং, নামথাং, জোরথাং, টেমি, লাচুং, নামচি ইত্যাদি জায়গা যেতে পারেন।

প্যারাগ্লাইডিং- প্যারাগ্লাইডিং করতে হিমাচল যাওয়ার পরিকল্পনা করেন? সিকিম গেলেই মিলবে আকাশে ওড়ার অভিজ্ঞতা। সিকিমের গ্যাংটকে রয়েছে প্যারাগ্লাইডিং করার সুযোগ। পাখির চোখে সিকিম দেখতে পারবেন। গ্যাংটকের মাটি থেকে ১৩০০-১৪০০ মিটার উচ্চতায় আপনি ১০ মিনিট প্যারাগ্লাইডিং করতে পারবেন। আর ২২০০ মিটার উচ্চতায় ৩০ মিনিট প্যারাগ্লাইডিং করতে পারবেন এখানে। এছাড়া হ্যাং গ্লাইডিংয়ের সুবিধা রয়েছে। এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে আপনি সিকিমের পাহাড়, অরণ্য, নদী সবকিছুর সাক্ষী হতে পারবেন।

হেলিকপ্টার রাইড- কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আপনি হেলিকপ্টারে চড়তে পারেন সিকিমে। সিকিমে হেলিকপ্টার রাইডে জনপ্রতি ৩০০০ টাকা ভাড়া। ১৫ মিনিটে আপনাকে ঘুরিয়ে দেখানো হবে সিকিমের সৌন্দর্য।

ইয়াক সাফারি- সিকিমের অফবিট গ্রামে বেড়াতে গেলে আপনি ইয়াকের দেখা পেয়েই যাবেন। সিকিমে বেশ জনপ্রিয় ইয়াক সাফারি। অর্থাত্‍ ইয়াকের পিঠে চেপে ভ্রমণ। সিকিমে জংরি হ্রদ এবং চাঙ্গু হ্রদে ইয়াক সাফারির সুবিধা রয়েছে। ইয়াক সাফারির জনপ্রতি ৩০০ টাকা ভাড়া।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব ভ্রমণ
Related News