Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বাঙালি কন্যেদের টেক্কা দিয়ে ইন্ডিয়ান আইডল জয়ী অযোধ্যার ভূমিপুত্র ঋষি

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

২০২২ সালের ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল সংগীতের সুরেল সফর ইন্ডিয়ান আইডল সিজন ১৩। গান ভালোবাসে যে মানুষগুলো তাঁদের কাছে প্রতিটি সিজনের মতো এবারেও ইন্ডিয়ান আইডল নিয়ে উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। শেষ রাতে কে বাজিমাত করবে সেই নিয়ে দর্শকের মনে মনে একটা ধারণাও তৈরি হয়।

অনেকেরই পছন্দের তালিকায় ছিলেন অযোধ্যার ভূমিপুত্র ঋষি সিং। রবিবার ছিল ইন্ডিয়ান আইডলের ড্রিম ফিনালে। সোনালি ট্রফি জিতেছেন ঋষি।

শিল্পীর গানে মুগ্ধ হয়েছেন অন্যান্য তারকারাও। ট্রফি ছাড়াও বিজয়ী পেয়েছেন ২৫ লক্ষ টাকা এবং একটি নতুন গাড়ি।

'ইন্ডিয়ান আইডল' সিজন ১৩-র দ্বিতীয় অর্থাৎ ফাস্ট রানার আপ হয়েছেন কলকাতার দেবস্মিতা রায় এবং তৃতীয় অর্থাৎ থার্ড রানার আপ চিরাগ কোটওয়াল। এই তিনজন ছাড়া সেরা ৬-এ ছিলেন সোনাক্ষী কর, শিবম সিং এবং বিদীপ্তা চক্রবর্তী। কে হবেন সেরার সেরা, এই নিয়ে নানা জল্পনা ছিল। শেষমেশ সামনে এল বিজয়ীর নাম। অডিশন রাউন্ড থেকেই সকলকে মুগ্ধ করেছেন ঋষি। এমনকী বিরাট কোহলিও তাঁর গান পছন্দ করেন।

ইন্ডিয়ান আইডল সিজন ১৩ জেতার পর ঋষির কথায়, "আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে ট্রফিটা জিতেছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। বিজয়ী হিসাবে যখন আমার নাম ঘোষণা করা হল মনে হল আমার এতদিনের স্বপ্ন পূরণ হল। এই ধরণের ঐতিহ্যপূর্ণ ও জনপ্রিয় শোয়ে অংশ নিতে পেরেই আমি ধন্য।"

ঋষির সংযোজন, নিজেকে প্রণান করার জন্য এই প্ল্যাটফর্মটা পেয়ে ইন্ডিয়ান আইডলের বিচারক, চ্যানেল কতৃপক্ষ সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমার স্বপ্নটা সফল করার জন্য সকল ভক্ত, শুভাকাঙ্খী, যারা আমাকে ভোট দিয়েছে সকলকে অনেক ধন্যবাদ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News