Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

নাও হতে পারে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ, কী বলছে মোহালির আবহাওয়ার পূর্বাভাস

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

শনিবার বিকেলে ১৬তম আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে নাইটদের প্রতিপক্ষ শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। তবে প্রথম ম্যাচে নামার আগেই দুই শিবিরেই দুশ্চিন্তা। ম্যাচের সময় মোহালির আকাশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টির জেরে খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল। স্থানীয় আবহাওয়া অফিসের খবর অনুযায়ী শনিবার মোহালিতে ৬০ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকি সারা দিন ধরেই বৃষ্টি হতে পারে।

শনিবার দুপুর ৩.৩০ মিনিট থেকে ম্যাচ শুরু। সেই সময় বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। কিন্তু ম্যাচ যত গড়াবে, তত বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। বিকেল ৫টা থেকে ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। ৬টার পর সেটা কমতে পারে ৫০ শতাংশে। ধীরে ধীরে কমতে পারে। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ সময়টাতেই বৃষ্টির ভ্রুকুটি থাকায় চিন্তা থাকছে। বার বার খেলা বন্ধ হলে তার খারাপ প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের উপর। কারণ, বার বার সাজঘরে ফিরতে হলে মনোযোগ নষ্ট হতে পারে তাঁদের।

শুক্রবার মাঠে অনুশীলন করতে না পারলেও ইন্ডোরে অনুশীলন করেছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। কলকাতার নতুন অধিনায়ক চাইবেন না প্রথম ম্যাচেই বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাক বা বার বার বিঘ্ন হওয়ার কারণে ম্যাচে সেটার প্রভাব পড়ুক। এ বার কলকাতার কোচও নতুন। চন্দ্রকান্ত পণ্ডিতের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি একাধিক বার রঞ্জি ট্রফি জিতেছেন এবং ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সফল কোচ। তিনি আইপিএলে কী ভাবে দল পরিচালনা করেন, সে দিকেও নজর রাখবেন সমর্থকরা।

বৃষ্টির সম্ভাবনা নিয়ে বেশি চিন্তা করতে নারাজ কেকেআর শিবির। যেটা নিজেদের হাতে নেই সেটা নিয়ে বাড়তি ভাবতে চান না নাইটদের নতুন নেতা নীতিশ রানা। বৃষ্টি নিয়ে চিন্তা না করে কেকেআর তাদের নিজেদের প্রথম একাদশ তৈরি রাখছে ম্যাচের জন্য। নাইট টিম সূত্রে খবর, নতুন ওপেনিং জুটি দেখা যেতে পারে ম্যাচে। আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ওপেন করবেন। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের গুরবাজের খেলার অভিজ্ঞতা রয়েছে।

পঞ্জাব দলে চোট রয়েছে লিয়াম লিভিংস্টোনের। হাঁটুতে চোট রয়েছে তাঁর। ফিটনেস রিপোর্ট না দেখে তাঁকে আইপিএল খেলার অনুমতি দিতে রাজি নয় ইসিবি। বোর্ডের অনুমতি না পাওয়ায় আইপিএল খেলার জন্য এখনও ভারতে আসতে পারেনি লিভিংস্টোন। ফলে ১ এপ্রিল প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে তাঁকে পাবে না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News