Flash News
Tuesday, September 23, 2025

আন্তর্জাতিক ফ্যাশন শো তে নজর কাড়লেন যিশু - কন্যা

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

বাবা যিশু সেনগুপ্ত একের পর এক হিট চরিত্র উপহার দিয়ে চলেছেন দর্শক দের ।বলিউড হোক কিংবা টলিউড বা সাউথ সব ইন্ডাস্ট্রি তেই চুটিয়ে অভিনয় করে চলেছেন তিনি ।বর্তমানে নিজের কাজের জন্য খুব প্রশংসিত ও হচ্ছেন যিশু ।তবে শুধু বাবা ই নয় ,মেয়ে ও দর্শক দের নজর কাড়ছে।

বর্তমানে টলিউড এর লাইমলাইট এসে পড়েছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত এর কন্যা সারা সেনগুপ্ত এর ওপর ।ইউরোপ এর বিলাসবহুল ফ্যাশন সংস্থা ক্রিশ্চিয়ান ডিওর এর মডেল হয়ে র‍্যাম্পে হাঁটলেন যিশু - নীলাঞ্জনা কন্যা সারা ।যেই বিখ্যাত ফ্যাশন সংস্থার মডেল হওয়ার জন্য সারা বিশ্বের মডেল রা মুখিয়ে থাকেন সেখানে বঙ্গকন্যা সারা ওই সংস্থার মডেল হওয়ার সুযোগ পেলেন । সারা বিশ্বের বাছাই করা ১০০ জন সেরা মডেল এর মধ্যে জায়গা করে নিয়েছেন সারা ।আর সেই সংবাদে গর্বিত সমগ্র টলিউড পাড়া।

বৃহস্পতিবার মুম্বাই এর গেটওয়ে অফ ইন্ডিয়া এর সামনে বসেছিল চাঁদের হাট ।এখানেই ফ্যাশন শো এর আয়োজন করা হয় ।সেখানে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা ,সোনম কাপুর ,বিরাট কোহলি থেকে শুরু করে অনন্যা পান্ডে ও আম্বানি রাও ।দেশ বিদেশের বহু শিল্পপতি রাও উপস্থিত ছিলেন ওই শো তে ।বিশ্বের সুপারমডেল গিগি হাদিদ ও বেলা হাদিদ ও নিমন্ত্রিত ছিলেন এই শো তে ।তারকাদের সামনে সারা  রাম্পে হাঁটেন।এছাড়াও বলিউড অভিনেতা অর্জুন রামপালের কন্যা মায়রা কেও এইদিন রাম্পে হাঁটতে দেখা যায়।

এইদিন সারার পরনে ছিল একটি নীল ও সবুজ রঙের শর্ট সিকুএল ড্রেস ।চোখে ছিল গাড় মেক আপ ।সম্পূর্ণ আত্মবিশ্বাস ও নির্ভীকতার সাথে সারা শো তে হাঁটেন।

এই সুসংবাদ সবার সঙ্গে ভাগ করে নেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।তিনি সমাজ মাধ্যমে লেখেন ," আমার ছোট্ট উমা! ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে মনোনীত হয়েছে! বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষায় থাকেন, সেখানে পৌঁছেছে আমাদের উমা। অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে সে হাঁটল র‍্যাম্পে। সবটাই সারা করেছে নিজের চেষ্টায়। আমি গর্বিত...!" এই পোস্টের পর ই সবাই সারা কে শুভেচ্ছা বার্তা জানান । পরিচালক এর পোস্টে যিশু এর স্ত্রী নীলাঞ্জনা  মন্তব্য করেছেন , "প্রশিক্ষণ শুরু হয়েছিল ‘উমা’ থেকেই।" 

সারা র বয়স এখন ১৮ ।১৩ বছর বয়সে ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ' উমা ' সিনেমা তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সারা ।তারপর ই তিনি দর্শকদের থেকে সুনাম অর্জন করেন ।কলকাতার সুপারমডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের থেকে অভিনয় তালিম নিয়েছেন সারা ।সারা র কাজে আপ্লুত হয়েছে টলিউড পাড়া।।



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News