Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

স্কোয়াড রেডি কেকেআর

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

আনপ্রেডিক্টল নাইট রাইডার্স। কেন এমনটা বলা হচ্ছে! কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড দেখে কোনও বারই বোঝা যায় না, কম্বিনেশন কী হতে চলেছে। গত দুই মরসুমের অভিজ্ঞতা থেকে বলা যায়, পরিকল্পনায় বিস্তর গলদ থাকে। প্রতি ম্যাচেই নতুন কম্বিনেশন দেখা যায় কেকেআরে। 

    তবে এ বার আদৌ কতটা গুছিয়ে উঠতে পেরেছে কেকেআর, তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। অধিনায়ক শ্রেয়স আইয়ারের চোট। স্কোয়াডে থাকলেও নেতৃত্ব দেবেন নীতীশ রানা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আশাবাদী, শ্রেয়সকে পরের দিকে পাওয়া যাবে। কতটা পরের দিকে তার অবশ্য নিশ্চিয়তা নেই। কেন আনপ্রেডিক্টেবল কলকাতা নাইট রাইডার্স। 

    এক নজরে দেখে নেওয়া যাক, কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড: ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লা গুরবাজ, শ্রেয়স আইয়ার (ফিট নন), নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, মনদীপ সিং, নারায়ণ জগদীশন, লিটন দাস, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, ডেভিড উইজে, সাকিব আল হাসান, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সূয়াষ শর্মা, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, টিম সাউদি, হর্ষিত রানা, উমেশ যাদব, বৈভব অরোরা, কুলবন্ত কেজরোলিয়া।



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News