Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

স্বাস্থ্যসাথী কার্ডে চিকিত্‍সায় আরও কড়া প্রশাসন, পৃথক ইউনিট গড়বে রাজ্য

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রায়শই নানা অভিযোগের কথা শোনা যায়। বিশেষ করে বেসরকারি হাসপাতাল তথা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির দিকেই অভিযোগের আঙুল ওঠে। তাই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা পেতে সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতালে ভোগান্তি পোহানোর ঘটনা প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসে। এ বার সেই সমস্ত বিষয়ে সমস্যার সমাধান করতে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট’ (পিএমইউ) গড়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। 

কী কাজ করবে এই ইউনিট? বিভিন্ন সময় রোগীর পরিবার স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi card) নিয়ে হাসপাতালে যান। কিন্তু সেই কার্ডের বিনিময়ে অনেক ক্ষেত্রেই পরিষেবা দেওয়া হয় না। সরকারি ও বেসরকারি- দুই হাসপাতালেই প্রত্যাখ্যাত হয় রাজ্যবাসীর জন্য সরকারের তরফে দেওয়া এই কার্ড। এই সমস্যায় যাতে রোগীর পরিবারকে না পড়তে হয়, সেটাই নিশ্চিত করবে এই ইউনিট। প্রয়োজনে হাসপাতালের সঙ্গে কথা বলবে। অথবা রোগীকে অন্য হাসপাতালে ভরতি করা যাবে কি না, তারও দেখভাল করবে এই বিশেষ ইউনিট। অফলাইনের পাশাপাশি অনলাইনেও অভিযোগ জানানো যাবে।

এই পিএমইউ গঠন হয়ে গেলে স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়া নিয়ে যে সমস্ত হাসপাতাল বা অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে চটজলদি ব্যবস্থা নিতে পারবে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কোনও হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া না হলে তা কেন নেওয়া হচ্ছে না, তাও জানতে চাইবে এই পিএমউই। অনলাইন ও অফলাইন দু’টি পদ্ধতিতে নিজেদের অভিযোগ জানাতে পারবে আম জনতা। 

সোমবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক। তাঁরা নিশ্চিত করেন, ভবিষ্যতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আর কোনও অসুবিধার মধ্যে পড়তে হবে না সাধারণ মানুষকে। কোনও হাসপাতাল কার্ড প্রত্যাখ্যান করলে তার প্রতিকারও হয়ে যাবে। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থাও নেবে প্রশাসন। তবে কবে থেকে এই পরিষেবা চালু হবে কিংবা ইউনিটে কতজন সদস্য থাকবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উন্নয়ন প্রশাসন রাজ্য স্বাস্থ্য
Related News