Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

কাপড়ের জেদী দাগ তুলুন এক নিমেষে

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

নতুন জামা কাপড় কিনেছেন ,আর তাতেই পড়ে গিয়েছে কেচাপ কিংবা মাংসের ঝোল ।জামা কাপড় যতোই ধুচ্ছেন জেদী দাগ কিছুতেই উঠছে না? প্রচুর পরিমাণে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ও কাজ হচ্ছেনা ? উপরন্তু জামার জেল্লা কমে যাচ্ছে ? কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না ? 


তবে আর চিন্তা করার কোনো দরকার নেই ।খুব সহজেই কয়েকটি ঘরোয়া উপায়ে জামার থেকে উঠতে পারে জেদী দাগ ।লন্ড্রি নিয়ে যাওয়ার ও প্রয়োজন পড়বে না ,বাড়িতেই কাজ হবে ।জেনে নিন কি সেই সহজ ঘরোয়া টোটকা ??


• খাবার পড়ে পোশাকে চ্যাটচ্যাটে তেল এর দাগ হয়ে গেলে ওই দাগের জায়গা তে ভালোভাবে ট্যালকম পাউডার ছড়িয়ে দিন ।দাগের নিচে রাখুন ব্লটিং পেপার ।এবার দাগের জায়গায় আরো কিছু টা পাউডার দিয়ে ভালো ভাবে ঘষে নিন ।এতেই অনেক টা দাগ উঠে যাবে ।এরপর জামার দাগের জায়গার হলদেটে ভাব কাটানোর জন্য এটি ডিটারজেন্ট জলে ধুয়ে নিন ।


• পোশাকে কোনোভাবে চকোলেট এর দাগ লাগলে সেক্ষেত্রে দাগ পরিষ্কার এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো অ্যামোনিয়া সলিউশন ।শুকিয়ে যাওয়া চকোলেট টি ঝেড়ে ফেলুন।এর পাঁচ মিনিট পর দাগের যায়গায় এক ফোঁটা এক ফোঁটা করে অ্যামোনিয়া সলিউশন দিন ও অন্য কাপড় দিয়ে দাগের জায়গা টা মুছে নিন ।দাগ উঠে যাবে ।


• জামা কাপড়ের দাগ তোলার জন্য আরো একটি ভালো উপায় হলো ভিনিগার ও মুলতানি মাটির মিশ্রণ ।এই মিশ্রণ টি কাপড়ের দাগের জায়গায় লাগিয়ে দিন ।মিশ্রণ টি শুকিয়ে গেলে এটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন ।আর দাগ থাকবে না ।


• জামা কাপড়ে চা কফি র দাগ লাগল এর ওপর একটু বেকিং সোডা নিয়ে ঘষে নিন ।কিছুক্ষণ রাখার পর জল দিয়ে ধুয়ে নিলেই দাগ উঠে যাবে ।


• যেকোনো ধরনের দাগের ক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে ।দাগের জায়গায় কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রেখে দিন ।এরপর ধুয়ে নিন ।


• তেল চিটচিটে দাগ দূর করতে সাহায্য করে শ্যাম্পু । রান্নার সময় জামা কাপড়ে তেল পড়লে কিংবা মাথায় তেল মুখে ঘুমোলে বালিশ এর কভার তেল চিট চিটে হয়ে যায় ।সেক্ষেত্রে শ্যাম্পু দিয়ে ধুলে লাভ দেয়।।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উপায়
Related News