#Pravati Sangbad Digital Desk:
বর্তমানে শর্ট ভিডিও বানানোটা ট্রেন্ডে উঠেছে। তাই কম বয়সের যুবকরা এইসব ভিডিও বানানোর জন্য রেললাইনে পর্যন্ত ছুটেছে। হ্যাঁ এমনই এক ঘটনার সাক্ষী থাকলো কান্তিনগরের উড়ালপুলের বাসিন্দারা।সূত্রের খবর বংশ শর্মা ও মনু নামের দুই যুবক যাদের মধ্যে বংশ শর্মা ছিল তৃতীয় বর্ষের ছাত্র, এবং মনু দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দুজনেরই উদ্দেশ্য ছিল রেল লাইনের সামনে দাঁড়িয়ে ভিডিও বানানো। কিন্তু শেষ রক্ষা হলো না। রেল লাইনের একদম পাশে দাঁড়িয়ে থাকায় ট্রেন আসছে বুঝতে পারিনি দুই যুবক, আর হঠাৎই ট্রেন সামনে চলে আসায় রেললাইন থেকে সরে গিয়ে প্রাণ বাঁচাতে পারল না কেউই।
পুলিশ জানায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো এই দুই যুবক।