Flash News
Monday, September 22, 2025

দুদিনের বাংলাদেশ সফরে সৌরভ গাঙ্গুলী

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

ভারতের ক্রিকেট দলের অন্যতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বাংলাদেশের রাজধানী ঢাকা সফর করতে গিয়েছিলেন মাত্র দুদিনের জন্য। সঙ্গে ছিল তার স্ত্রী ডোনা গাঙ্গুল এবং মেয়ে সানা গাঙ্গুলী। আর সেখানে গিয়ে দেখা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বি সি আইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর। তবে নজরুল ইসলাম তরফে জানা যায়,বাংলাদেশের গণভবনেই সাক্ষাৎ হয় তাদের। সাক্ষাৎকালে সৌরভ গাঙ্গুলীর সাথে ছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। জানা যায় এই 'প্রিন্স অব কলকাতা' খ্যাত কিংবদন্তি এই ক্রিকেটার বৃহস্পতিবার বিকেলেই এসেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাপ উদ্বোধন করতে। আর এদিনই বিকেল ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। অবশ্য সকালেই ঢাকায় নামার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট দেরি করার কারণে ঠিক সময়ে এসে পৌঁছাতে পারেননি তিনি। ফলে অনেকটাই দেরি হয়ে যায় তার। আগামী মার্চ মাসে শুরু হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ। আর সৌরভ গাঙ্গুলিকে এই মেয়র কাপের শুভেচ্ছাদূত করা হয়েছে।আর এই টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল ও ভলিবল ক্যাটাগরিতে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন বলে জানা গিয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News