Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

পেট্রল স্কুটার বদলে বাড়ি আনুন ইলেকট্রিক টু হুইলার,OLA-র ইলেকট্রিক স্কুটারে দেদার ছাড়

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

তেল ভরাতে ভরাতে পকেট খালি! তার উপর সাম্প্রতিক সময়ে যে হারে জ্বালানির দাম বেড়ে চলেছে তাতে চোখে সর্ষে ফুল দেখছেন অনেকেই। এমতাবস্থায় গ্রাহকদের কিছুটা স্বস্তি দিতে বাজারে এসেছে একাধিক ইলেকট্রিক স্কুটার। দূষণ কমাতে এবং সর্বোপরি তেল খরচ কমাতে এই ধরনে ই-স্কুটারে ভরসা রাখছেন বহু গ্রাহক। আপনার কাছেও যদি বর্তমানে একটি পেট্রল স্কুটার থাকে তাহলে সেটি খুব সহজেই এক্সচেঞ্জ করে ইলেকট্রিক স্কুটার নিতে পারবেন।

এই অফার হাজির করেছে বাজারের জনপ্রিয় নাম OLA Electric। বর্তমানে এই সংস্থার একাধিক ইলেকট্রিক স্কুটার লাইনআপে রয়েছে, যেমন - S1, S1 Pro এবং S1 Air। পেট্রল স্কুটার বদলে এর মধ্যে থেকে যেকোনও একটি ইলেকট্রিক স্কুটার বেছে নিতে পারবেন। OLA Exchange Program - এর অধীনে এই অফারের লাভ তুলতে পারবেন।

কোম্পানিটি তার S1 এবং S1 Pro ইলেকট্রিক স্কুটারগুলিতে 12,000 টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। Ola S1-এ 10,000 টাকা এবং Ola S1 Pro-তে 12,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, গ্রাহকদের কোম্পানির সাবস্ক্রিপশন থাকলে, সেই প্ল্যানে Ola Care প্লাস-এ 50 শতাংশ ছাড় দিচ্ছে। এই অফারগুলি শুধুমাত্র 18 এবং 19 ফেব্রুয়ারি দুই দিনের জন্য উপলব্ধ। একটি টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। তবে এই দুর্দান্ত অফার সম্পর্কে জেনে বিস্তারিত জেনে নিন।


Ola চলতি বছরের জানুয়ারি মাসে সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। এই প্ল্যানগুলির নাম হল ওলা কেয়ার (Ola Care) এবং ওলা কেয়ার+ (Ola Care+)। যার দাম 1,999 টাকা এবং 2,999 টাকা। সাবস্ক্রিপশন প্ল্যানে কোম্পানি অনেক অফার দিচ্ছে। ওলা কেয়ার প্ল্যানে দেওয়া হচ্ছে বিনামূল্যে শ্রম পরিষেবা। এছাড়াও রাস্তার ধারে কোনওরকম পাঙ্কচার বা চুরি হলে, ওলা কেয়ার হেল্পলাইন নম্বরে ফোন করো তাদের জানাতো হবে। তারপরে তারা সেখানে সাহায্য়ের জন্য় পৌঁছে যাবে। ওলা কেয়ার+ ছাড়াও, ওলা কেয়ার সুবিধাগুলির মধ্যে রয়েছে ডায়াগনস্টিক, বিনামূল্যে হোম পরিষেবা এবং পিক-আপ/ড্রপ, 24/7 ডাক্তার এবং অ্যাম্বুলেন্স পরিষেবা।

সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, পেট্রল স্কুটার বদলে ওলা ইলেকট্রিক স্কুটার কিনলে 3 বছরে 84,216 টাকা সেভ হবে গ্রাহকদের। এই স্কুটার 1 কিমি চালানোর জন্য মাত্র 17 পয়সা খরচ করতে হবে, মোট 3টি ধাপ রয়েছে এই এক্সচেঞ্জ প্রোগ্রামে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News