Flash News
Tuesday, September 23, 2025

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বাড়লো সুদের হার

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

এবার ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার বাড়লো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। কিন্তু কত বাড়লো? আর কত টাকা রাখলে এই সুদ পাওয়া যাবে? জানা যাচ্ছে ০৫ বেসিস পয়েন্ট থেকে ৩০ বেসিস পয়েন্টের মধ্যেই ফিক্সড ডিপোজিটে বাড়িয়েছে সুদের হার।

ব্যাংক সূত্রের খবর ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রেই এই সুদ প্রযোজ্য হবে। ইতিমধ্যেই অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকেই চালু হয়েছে এই নতুন নিয়ম। 

যেখানে গ্রাহকরা সুদ পাবেন, ২৭১ দিন থেকে এক বছরের কম মেয়াদের এফডির ক্ষেত্রে সুদের হার ছিল ৩০ বেসিস পয়েন্ট,সেখান থেকে বাড়িয়ে ৫.৮ শতাংশ করা হয়েছে। 

এছাড়াও সুদের হার বেড়েছে ৬৬৬ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রেও। সেখানে ৩৬৫ দিন অর্থাৎ এক বছর থেকে ৬৬৫ দিনের মেয়াদ এর ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়ে দাঁড়িয়েছে পাঁচ বেসিস পয়েন্ট।

 অর্থাৎ এবার থেকে ওই মেয়াদের এফডিতে ৬.৮ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

  পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে পরিমাণ সুদের হার বাড়িয়েছে তাতে এফডিতে এবার ৩.৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা।

শুধুমাত্র বছরে নয় দিনের ক্ষেত্রেও সুদের হার বেড়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। যেখানে বলা হয়েছে সাত দিন থেকে ১৪ দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা সুদ পাবেন ৩.৫ শতাংশ।


এবং ১৫ দিন থেকে এক মাস অর্থাৎ ২৯ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রেও গ্রাহকরা একই সুদ পাবেন, ৩.৫ শতাংশ।

এই একই নিয়ম প্রযোজ্য হবে ৩০ দিন থেকে দেড় মাস অর্থাৎ ৪৫ দিনের মাথায় গিয়েও গ্রাহকরা একই সুদ পাবেন। অর্থাৎ ৩.৫ শতাংশ।

জানিয়ে রাখি দেড় মাস অর্থাৎ ৪৬ দিন থেকে ৯০ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা সুদ পাবেন ৪.৫ শতাংশ।

 এই একই নিয়ম প্রযোজ্য হবে ৯১ দিন থেকে ১৮৯ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রেও।

 সুদের হার বাড়বে ১৮০ দিন থেকে ২৭০ দিনের পর্যন্ত ফিক্সড ডিপোজিট রাখলে তবেই, অর্থাৎ সেখানে সুদ পাবেন ৫.৫ শতাংশ।

আবার ২৭১ দিন থেকে এক বছরের কম হলে সেখানে সুদ পাবে ৫.৮ শতাংশ। আর এক বছর হলে সেখানে সুদ পাবে ৬.৮ শতাংশ।

আবার যদি এক বছরের পর থেকে ৬৬৬ দিন পর্যন্ত সুদ পাবেন ৬.৮ শতাংশ। 

 ৭.২৫ শতাংশ সুদ পেতে পারেন একেবারে ৬৬৬ দিনের মাথায়।

৬.৮% সুদ পাবে তার ঠিক পরের দিন অর্থাৎ ৬৬৭ দিন থেকে দু'বছরের মাথায় গিয়ে 

আবার যদি দু বছরের বেশি থেকে সেটা তিন বছর পর্যন্ত গিয়ে দাঁড়ায় সে ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ হবে।

এছাড়াও 

৩ বছরের বেশি থেকে ৫ বছর পর্যন্ত: ৬.৫ শতাংশ।

৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত: ৬.৫ শতাংশ হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন রাজ্য
Related News