Flash News
Tuesday, September 23, 2025

আজই লিংক করান প্যান কার্ড এবং আধার কার্ড, জেনে নিন কিভাবে করবেন

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

আধার কার্ড নামক ডকুমেন্টটি অনেক আগে ছিলই না, কিন্তু এখন ওটাই প্রধান হিসেবে দাঁড়িয়েছে। সাথে প্যান কার্ডটিয়ম আর তাই আয়কর রিটার্ন দাখিল থেকে শুরু করে প্রায় সব কাজেই এই আঁধার এবং প্যান কার্ডটি লিংক থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

আর তার সময় সূচি নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এবং বলা হয়েছে আগামী ৩১ শে মার্চের পর লিংক না করা আধার এবং প্যান কার্ডগুলি বাতিল বলেই ধরা হবে।

নিশ্চয়ই মনে নেই ,আপনার আধার কার্ড এবং প্যান কার্ড টিও লিংক আছে কিনা? তাহলে এখুনি জেনে নিন সেই তথ্য। চলুন জেনে নিই কিভাবে জানবেন আপনার প্যান এবং আধার কার্ডটি লিংক আছে কিনা।

প্রথমে ইলেকট্রনিক ভাবে আপনার আয়কর ফাইল করতে incometax.gov.in-এ যান। আর তারপর ক্লিক করুন লিংক আধার স্ট্যাটাস অপশনটিতে। 


 আর সেখানে গিয়ে আপনার প্যান কার্ডের নম্বর এবং আধার কার্ডের 12 টি সংখ্যা সেখানে লিখুন।

তারপরে দেখবেন ভিউ লিংক আধার স্ট্যাটাস, এটি দেখাবে। আর সেখান থেকেই দেখে নিই আপনার আঁধার এবং প্যান কার্ডটি লিংক আছে কিনা।

কি ভাবছেন কি করে বুঝবেন? 

যদি লিংক থাকে তাহলে কম্পিউটার স্ক্রিনের ওপরে সেটি দেখাবে। আর দেখালেই বুঝতে পারবেন আগে থেকেই লিংক করা আছে। তাহলে আর চিন্তায় নেই। কিন্তু যদি না থাকে তবে আজই আপনার নিকটবর্তী ক্যাফেতে গিয়ে লিংক করিয়ে নিন।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন রাজ্য
Related News