Flash News
    No Flash News Today..!!
Saturday, January 10, 2026

বন্যা এবং ভূমিধস, দেশ জুড়ে উদ্ধার কাজ এখনো চলছে

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

জিলের দক্ষিণ-পূর্ব উপকূলীয় রাজ্যের সাও পাওলোতে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা সাথে ভূমিধসের কবলে পড়ে আহত হয়েছে প্রচুর মানুষ, এবং নিহতের সংখ্যা ৩৬ জন। যাদের মধ্যে এক কিশোরী ও রয়েছে এমনটাই খবর উবাতুবার মেয়রের তরফে।এবং সাও পাওলো কর্তৃপক্ষের তরফে জানা যাচ্ছে শতাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

এখানকার শহরে চলছিল কার্নিভাল উৎসব। কিন্তু ভারী বৃষ্টিতে বন্যার কারণে সেসব উৎসব বাতিল করেছে শহর। উদ্ধারকাজ এখনো চলছে, উদ্ধার কর্মীদের সাথে যোগ দিয়েছে সেখানে ঘুরতে আসা দর্শকরাও। বিচ্ছিন্ন সম্প্রদায়গুলির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা করছে তারাও। পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে আটকে থাকা রাস্তাগুলো। আহত এবং নিহতদের সন্ধান চলছে।


তবে হাওয়া অফিস জানাচ্ছে সাও পাওলোতে এমন ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে, যা উদ্ধারকর্মীদের আরো বিপদে ফেলবে। এবং মৃত্যুর সম্ভাবনাও বাড়বে।

আর তাই পুনরুদ্ধার এবং পুনর্গঠনের কাজ সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি মন্ত্রণালয়কে একত্রিত করছে সাও পাওলো রাজ্য।

একটি স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার ৫৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়েছিল এবং এক মিটার উচ্চতার ঢেউ ওঠার ফলে লাতিন আমেরিকার বৃহত্তম বন্দর সান্তোসের কার্যক্রমও ব্যাহত হয়েছিল।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্যোগ আন্তর্জাতিক
Related News