Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

প্রিন্সেস ডায়ানার হাতে লেখা চিঠি কোটি টাকায় বিক্রি

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

ঘনিষ্ঠ দুই বন্ধুকে লেখা প্রিন্সেস ডায়ানার একটি চিঠি নিলামে প্রায় ১ কোটি টাকায় (১ লাখ ৪১ হাজার ১৫০ পাউন্ড) বিক্রি হয়েছে। যুবরাজ (বর্তমান রাজা) চালর্সের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুজি ও তারেক কাশেম নামে দুই বন্ধুকে ওই চিঠি পাঠিয়েছিলেন ডায়ানা।

সুজি ও তারেক কাশেম গত প্রায় ২৫ বছর ধরে এ চিঠি যত্ন করে রেখে দেন। সম্প্রতি তারা এ চিঠি নিলামে বিক্রি করেন।

ডায়ানার নামে দাতব্য প্রতিষ্ঠানে এ চিঠি বিক্রির অর্থ দান করেছেন সুজি ও তারেক কাশেম।


এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রিন্সেস ডায়ানার একটি রাজকীয় গাউন নিলামে ছয় লাখ ডলারে বিক্রি হয়েছে। বেগুনি রঙের এই গাউনটির বাংলাদেশি মুদ্রায় মূল্য দাঁড়ায় ৬০ কোটি টাকারও বেশি।

ব্রিটিশ রাজপরিবারে মন জয় করতে না পারলেও মানুষের মনের রানি হয়ে উঠেছিলেন প্রিন্সেস ডায়ানা। বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’ থেকে রেড কার্পেট—সব জায়গাতেই বিচরণ ছিল তাঁর। স্টাইল–সচেতন ডায়ানাকে ফ্যাশনজগতে জায়গা করে নিতে তাই তেমন কোনো বেগই পোহাতে হয়নি। যেকোনো স্টাইলেই তিনি ছিলেন পত্রিকার প্রথম পৃষ্ঠার আকর্ষণ।

প্রিন্সেস ডায়ানা চিরবিদায় নিয়েছেন ২৫ বছর হলো। তবে এখনো পৃথিবীর ফ্যাশন আইকনদের তালিকায় তাঁর নাম ওপরের দিকেই আছে। ফ্যাশন স্টাইল বাছাই থেকে শুরু করে লুক—সবকিছুতেই সময়ের চেয়ে এগিয়ে ছিলেন ব্রিটিশ রাজবধূ ও সমাজকর্মী ডায়ানা। যে কারণে এত বছর পরও আলোচনার শীর্ষে থাকে তাঁর নাম।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News